ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থাকে (এমএসএমই) ঋণ দেওয়ার জন্য কেন্দ্রের সঙ্গে হাত মেলাল আইসিএল ফিনকর্প। তারা ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফসি)। ওই ঋণ দেওয়ার জন্য ‘ন্যাশনাল ইন্ডাস্ট্রিজ় ডেভেলপমেন্ট কাউন্সিল কমিটির’ স্বীকৃতি পেয়েছে তারা। এর সুবাদে কেন্দ্রের অনুমোদিত প্রকল্প অনুযায়ী ছোট সংস্থাগুলিকে তাদের প্রয়োজন মতো ধার দিতে পারবে। আইসিএলের চেয়ারম্যান কে জি অনিলকুমারের দাবি, এই প্রথম কোনও এনবিএফসি ছোট-মাঝারি শিল্পের জন্য কেন্দ্রীয় প্রকল্পে ঋণ বণ্টনের অনুমতি পেল। ওই সব সংস্থাকে ধার দেওয়ার জন্য সরকারের যে সুযোগ-সুবিধা ও শর্ত রয়েছে, তা অনুসরণ করেই পুঁজি জোগাবেন তাঁরা।
সম্প্রতি এ রাজ্যে ব্যবসার পরিকল্পনা প্রসঙ্গে অনিলকুমার বলেন, ‘‘এত দিন মূলত দক্ষিণ ভারতে ব্যবসা করতাম। দেশে প্রায় ৩০০ শাখা রয়েছে। বেশির ভাগ দক্ষিণেই। এ বার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা বাকি অংশে। যার মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ।’’ তিনি জানান, পরিকল্পনা অনুসারে, কলকাতায় ১০টি শাখা খুলবে আইসিএল। আর গোটা রাজ্যে মোট ৫০টি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)