রাজ্যের দেড়শোরও বেশি স্বনির্ভর গোষ্ঠীকে আধুনিক প্রশিক্ষণ দিয়ে ব্যবসায় সাফল্যের মুখ দেখিয়েছে আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক। এর মধ্যে মহিলা পরিচালিত ৪০টি গোষ্ঠী ইতিমধ্যেই কোটি টাকার ব্যবসা করে ‘কোটিপতি দিদি’র তকমা পেয়েছে। রাজ্যের প্রান্তিক মহিলাদের সাফল্যের এই কাহিনী শোনালেন ইনোভেশন পার্কের সিইও শুভ্রাংশু সান্যাল। মঙ্গলবার তিনি জানান, আপাতত পরীক্ষামূলক ভিত্তিতে বাছাই করে রাজ্যের এই স্বনির্ভর গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাতেই এই ফল মিলেছে। আগামী দিনে পঞ্চায়েত দফতরের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রশিক্ষণ দেওয়া হবে আরও অনেক গোষ্ঠীকে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম-সহ পূর্ব ও উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যের সঙ্গে গাঁটছড়া বেঁধে আইআইএম ইনোভেশন পার্ক এই কাজ করে। উল্লেখ্য, গত মাসেই রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছিলেন, রাজ্যের বাছাই করা বেশ কিছু স্বনির্ভর গোষ্ঠীকে প্রশিক্ষণ দিচ্ছে তারা। ইনোভেশন পার্কের চেয়ারম্যান অজয় জৈন জানান, পরিবেশবান্ধব ও দূষণহীন প্রযুক্তি ক্ষেত্রে স্টার্ট-আপগুলির জন্য ৫০ কোটি টাকার তহবিল তৈরি করা হয়েছে। আগামী ১২-১৮ মাসের মধ্যে সেই তহবিল থেকে সহায়তা পাবে বাছাই করা স্টার্ট-আপগুলি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)