Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চিন-মার্কিন শুল্ক যুদ্ধে শঙ্কিত আইএমএফ

শুল্ক যুদ্ধ মেটাতে নভেম্বর থেকে ইতিমধ্যেই ১০ দফা কথা বলছে বেজিং ও ওয়াশিংটন। গত সপ্তাহে চুক্তি নিয়ে আশা প্রকাশ করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা
বেজিং ও ওয়াশিংটন শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০১:৩৪
Share: Save:

নতুন করে মার্কিন-চিন বাণিজ্য যুদ্ধ শুরু হলে, তার জের সারা বিশ্ব অর্থনীতির উপরেই পড়বে বলে মঙ্গলবার সতর্ক করল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। এই সপ্তাহেই বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলতে ওয়াশিংটনে যাচ্ছে চিনের প্রতিনিধিদল। আইএমএফের প্রতিষ্ঠানের কর্ণধার ক্রিস্টিন ল্যাগার্দের মতে, সাম্প্রতিক ‘জল্পনা এবং টুইট’ সেই চুক্তির উপরেও কালো ছায়া ফেলেছে। উল্লেখ্য, গত বছর শুল্ক নিয়ে চিন-মার্কিন টানাপড়েন শুরুর সময়েও বাণিজ্য যুদ্ধে কোনও পক্ষই জেতে না বলে সতর্ক করেছিলেন ল্যাগার্দে।

শুল্ক যুদ্ধ মেটাতে নভেম্বর থেকে ইতিমধ্যেই ১০ দফা কথা বলছে বেজিং ও ওয়াশিংটন। গত সপ্তাহে চুক্তি নিয়ে আশা প্রকাশ করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার পরেই সকলকে অবাক করে রবিবার তিনি বলেন, ‘‘(চিনের) যে সব পণ্যে এখন ১০% কর বসে, তা বেড়ে হচ্ছে ২৫%। এ ছাড়া, এখনও আমেরিকায় আসা ৩২,৫০০ কোটি ডলারের চিনা পণ্যে কোনও শুল্ক বসে না। শীঘ্রই ২৫% হারে কর বসবে সেখানে।’’ আমেরিকার দাবি, আগের বৈঠকে কথা দিলেও, সম্প্রতি চিন বেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে এসেছে।

বেজিং অবশ্য বলেছে, শুল্ক নিয়ে কথা বলতে ৯ ও ১০ মে ওয়াশিংটনে যাবে চিনের প্রতিনিধি দল। অনেকের মতে, মার্কিন হুমকির পরে চিন যদি বৈঠক বাতিল করত, তা হলে সুবিধা পেত আমেরিকাই। সে ক্ষেত্রে তারা বলত যে, বেজিংই কথায় রাজি নয়। তবে এই বৈঠকের খবরেও আশঙ্কা যাচ্ছে না। কারণ, ফের বাণিজ্য যুদ্ধ শুরু হলে, তার ফল বিশ্ব অর্থনীতির পক্ষে ভাল হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। বিশেষ করে যখন চলতি বছরে বিশ্ব অর্থনীতির গতি শ্লথ হওয়ার ইঙ্গিত মিলেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IMF US China Trade
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE