Advertisement
২৩ এপ্রিল ২০২৪

নোটবন্দিতে ২৫ লক্ষ জমা, নোটিস আয়কর দফতরের

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান সুশীল চন্দ্র জানান, নোট বাতিলের পরে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ২৫ লক্ষের বেশি টাকা জমা করেছেন, কিন্তু সময়ে আয়কর রিটার্ন দেননি, এমন ১ লক্ষ ১৬ হাজার ব্যক্তি ও সংস্থাকে নোটিস পাঠাচ্ছেন তাঁরা।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ০২:৪৮
Share: Save:

কালো টাকার খোঁজে চিরুনি তল্লাশি শুরুর কথা আগেই জানিয়েছিল কেন্দ্র। এ বার তার অঙ্গ হিসেবে জানাল আয়করের নোটিস পাঠানোর কথা। বিরোধীরা অবশ্য বলছেন, খোদ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি সত্ত্বেও নোটবন্দিতে কালো টাকা সে ভাবে ধরা না-পড়ায় মুখ পুড়েছে। তাই এখন যে ভাবে হোক সে বিষয়ে সাফল্যের খড়কুটোর সন্ধান করছে সরকার। দেখাতে চাইছে, ধরতে না-পারলেও, ধীরে ধীরে করফাঁকির টাকা চিহ্নিত করতে পারছে তারা।

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদের চেয়ারম্যান সুশীল চন্দ্র জানান, নোট বাতিলের পরে ব্যাঙ্কের অ্যাকাউন্টে ২৫ লক্ষের বেশি টাকা জমা করেছেন, কিন্তু সময়ে আয়কর রিটার্ন দেননি, এমন ১ লক্ষ ১৬ হাজার ব্যক্তি ও সংস্থাকে নোটিস পাঠাচ্ছেন তাঁরা। নির্দেশ দেওয়া হচ্ছে ৩০ দিনের মধ্যে আয়কর রিটার্ন জমা করার জন্য।

নোটবন্দির পরে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে ব্যাঙ্কে যাঁরা আড়াই লক্ষ টাকা বা তার বেশি জমা দিয়েছেন, এমন ১৮ লক্ষ ব্যক্তি ও সংস্থাকে চিহ্নিত করার বিষয়টি আগেই জানিয়েছিল কেন্দ্র। এখন তাঁদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করে নেওয়া হয়েছে। যেমন, এঁদের মধ্যে ২৫ লক্ষ টাকার বেশি জমা করা ১ লক্ষ ১৬ হাজার ব্যক্তি ও সংস্থাকে ইতিমধ্যেই নোটিস পাঠানো হয়েছে। ধাপে ধাপে খতিয়ে দেখা হচ্ছে বাকিদের হিসেবও।

চন্দ্র এ দিন জানান, একই সময়ে ১০-২৫ লক্ষ টাকা জমা করেছেন কিন্তু রিটার্ন দেননি, এমন ব্যক্তি ও সংস্থার কাছেও এর পরে নোটিস যাবে। যার সংখ্যা ২ লক্ষ ৪০ হাজার। শুধু তা-ই নয়, নগদে মোটা টাকা জমা দিয়ে থাকলেই পড়তে হবে তদন্তের আতসকাচের তলায়। তা সে যতই আয়কর রিটার্ন জমা দেওয়া থাকুক।

কেন্দ্রের হিসেবে, নোট বাতিলের পরে এখনও পর্যন্ত ১৭.৭৩ লক্ষ লেনদেনকে সন্দেহজনক মনে হয়েছে। ২৩.২২ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমন ৩.৬৮ লক্ষ কোটি টাকার লেনদেনকে খতিয়ে দেখার জন্য বেছেছেন কর কর্তারা। ইতিমধ্যে ১৬.৯২ লক্ষ অ্যাকাউন্টের জন্য ১১.৮ লক্ষ জনের কাছ থেকে তথ্য তলব করে তা পাওয়াও গিয়েছে। কিন্তু এই সব কিছুর পরেও শেষমেশ কালো টাকা কতটুকু ধরা পড়ে, সে দিকেই নজর সকলের।

নজরবন্দি

নোট বাতিলের পরে ব্যাঙ্কে ২৫ লক্ষের বেশি জমা করেছেন কিন্তু সময়ে রিটার্ন দেননি, নোটিস এমন ১ লক্ষ ১৬ হাজার ব্যক্তি ও সংস্থাকে

৩০ দিনের মধ্যে তাঁদের আয়কর রিটার্ন জমার নির্দেশ

ওই একই সময়ে ১০ থেকে ২৫ লক্ষ টাকা জমা করেছেন কিন্তু রিটার্ন দেননি, এমন ব্যক্তি ও সংস্থার কাছেও নোটিস যাবে এর পরে। সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ৪০ হাজার

নগদে খুব মোটা টাকা জমা দিয়ে থাকলেই পড়তে হবে তদন্তের আতসকাচের তলায়। তা সে আয়কর রিটার্ন জমা দেওয়া থাকলেও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE