Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কালো টাকা ঘোষণার আর্জি

কালো টাকা ঘোষণা করে সাদা করে নেওয়ার ব্যাপারে মক্কেলদের উৎসাহিত করতে আয়কর আইনজীবীদের আর্জি জানাল কলকাতা আয়কর দফতর।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ০২:৪১
Share: Save:

কালো টাকা ঘোষণা করে সাদা করে নেওয়ার ব্যাপারে মক্কেলদের উৎসাহিত করতে আয়কর আইনজীবীদের আর্জি জানাল কলকাতা আয়কর দফতর। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা নিয়ে সম্প্রতি অল ইন্ডিয়া ফেডারেশন অব ট্যাক্স প্র্যাক্টিশনার্স এবং কলকাতা আয়কর দফতর আয়োজিত সভায় প্রধান আয়কর কমিশনার কে ভি মাহেশ্বরী বলেন, ‘‘এটাই শেষ সুযোগ। যাঁরা কালো টাকা ধরে রেখেছেন, তাঁরা যেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার সুযোগ গ্রহণ করেন।’’ প্রকল্প খোলা ৩১ মার্চ পর্যন্ত।

এই প্রকল্পে আয় জানানো হলে প্রথমত তার উপর গ্রাহককে আয়কর ও সংশ্লিষ্ট খাতে মোট ৪৯.৯% টাকা দিতে হবে। দ্বিতীয়ত, বাকি টাকার মধ্যে ২৫% বিনা সুদে গরিব কল্যাণ যোজনায় জমা রাখতে হবে ৪ বছর। বাকি ২৫% সাদা টাকা হিসাবেই ব্যবহার করা যাবে।

আয়কর আইনজীবীদের ওই সংগঠনের সভাপতি নারায়ণ জৈন বলেন, ‘‘কালো টাকার মালিকদের এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Income tax department Black money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE