Advertisement
১১ মে ২০২৪

সূচক বাড়ল ৪৩৮

এক দিকে আমোরিকায় সুদের হার এখনই না-বাড়ার ইঙ্গিত, অন্য দিকে ব্যাঙ্কের বকেয়া ঋণ পরিশোধের জন্য বিজয় মাল্যের আগ্রহ প্রকাশ, এই দুইয়ের প্রভাবে তেজী হয়ে উঠল শেয়ার বাজার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৬ ০২:২৫
Share: Save:

এক দিকে আমোরিকায় সুদের হার এখনই না-বাড়ার ইঙ্গিত, অন্য দিকে ব্যাঙ্কের বকেয়া ঋণ পরিশোধের জন্য বিজয় মাল্যের আগ্রহ প্রকাশ, এই দুইয়ের প্রভাবে তেজী হয়ে উঠল শেয়ার বাজার। বুধবার এর লাফে সেনসেক্স বেড়ে গিয়েছে ৪৩৮ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে সূচক থিতু হয় ২৫৩৩৮.৫৮ অঙ্কে। এ দিন ডলারে টাকাও ১৭ পয়সা বেড়ে যাওয়ায় বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৬.৩৭ টাকা।

ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিক বলেন, ‘‘এক দিকে বিজয় মাল্য ঋণ শোধ করতে চেয়েছেন। অন্য দিকে জে পি অ্যাসোসিয়েটসও আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণ মেটাবে বলে জানিয়েছে। আলট্রাটেকের কাছে তাদের সিমেন্ট কারখানা বিক্রি করে সেই টাকা দিয়েই তারা ব্যাঙ্কের ঋণ পরিশোধ করবে। ওই দুই শিল্প সংস্থা ব্যাঙ্কের ঋণ পরিশোধ করার জন্য যে-আগ্রহ দেখিয়েছে, তাতে শেয়ার বাজার উজ্জীবিত হয়ে উঠেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Share Market Index up
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE