খলিস্তানি আন্দোলন কেন্দ্রিক তিক্ততাকে পিছনে ফেলে একাধিক ক্ষেত্রে সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে একমত হল ভারত এবং কানাডা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি২০ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির মধ্যে বৈঠক হয়েছে গত রাতে। বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং শক্তির মতো ক্ষেত্রগুলিতে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি, প্রতিরক্ষা এবং মহাকাশ ক্ষেত্রে গভীর সহযোগিতার সম্ভাবনা অন্বেষণ করতে সম্মত হয়েছেন দুই রাষ্ট্রনেতা। সেই বৈঠকেই ঠিক হয়েছে যে, ২০৩০ সালের মধ্যে ভারত এবং কানাডার দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক ৫০০০ কোটি ডলারে (প্রায় ৪.৫ লক্ষ কোটি টাকা) নিয়ে যাওয়া হবে।
দু’দেশের সম্পর্কের অবনতি হয় খলিস্তানি জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরের মৃত্যুর পরে। সেই ঘটনায় ভারতের দিকে আঙুল তুলছিলেন কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। পরবর্তীতে ট্রুডোর কুর্সি চলে যায়। ক্ষমতায় আসেন কার্নি। এর পরই ফের দুই দেশের সম্পর্কের উন্নতির শুরু।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)