Advertisement
৩০ এপ্রিল ২০২৪

ব্রেক্সিটের শর্তেই ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি

ইউরোপীয় ইউনিয়ন থেকে কী শর্তে ব্রিটেন বিদায় নেবে, তার উপরেই নির্ভর করবে ভারত-ব্রিটেন নতুন মুক্ত বাণিজ্য চুক্তি। আজ ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক বাণিজ্যের উপ-সচিব লিয়াম ফক্সকে এ কথা জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৬ ০২:৪৪
Share: Save:

ইউরোপীয় ইউনিয়ন থেকে কী শর্তে ব্রিটেন বিদায় নেবে, তার উপরেই নির্ভর করবে ভারত-ব্রিটেন নতুন মুক্ত বাণিজ্য চুক্তি। আজ ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক বাণিজ্যের উপ-সচিব লিয়াম ফক্সকে এ কথা জানান অর্থমন্ত্রী অরুণ জেটলি। এ দিন দিল্লিতে ফক্সের সঙ্গে বৈঠকে ভারতের ব্যবসা-বাণিজ্য ও দেশের পেশাদারদের উপর ব্রেক্সিটের প্রভাব নিয়ে আলোচনা হয়। জেটলি বলেন, বিশ্ব জুড়ে মন্দা ও ইউরো অঞ্চলের সঙ্কট সত্ত্বেও ভারত-ব্রিটেন বাণিজ্য ধাক্কা খায়নি। ব্রিটেনে তৃতীয় বৃহত্তম লগ্নিকারী ভারত। কিন্তু ব্রেক্সিটের পরে ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিয়াম দেশের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তাদের সঙ্গেও বৈঠক করেন। জেটলি বলেন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডের অধীনে ভারত ও ব্রিটেন মিলে তহবিল তৈরির ভাবনা-চিন্তা চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

brexit india britain
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE