দেশের মূল উৎপাদন ক্ষেত্রের আর্থিক বৃদ্ধিতে ফের উন্নতি। এই নিয়ে পরপর দ্বিতীয় মাসে ঊর্ধ্বমুখী রইল সূচক। চলতি বছরের অক্টোবরে দেশের মূল উৎপাদন ক্ষেত্রে ৩.১ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এর নেপথ্যে আটটি শিল্পক্ষেত্রের দুর্দান্ত ফলকেই চিহ্নিত করেছে নরেন্দ্র মোদী সরকার।
শুক্রবার, ২৯ নভেম্বর, সেপ্টেম্বর ত্রৈমাসিকের জিডিপির তথ্য প্রকাশ করে জাতীয় পরিসংখ্যান দফতর (ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল অফিস বা এনএসও)। এর কিছু ক্ষণের মধ্যেই মূল উৎপাদন ক্ষেত্রের আর্থিক বৃদ্ধির তথ্য প্রকাশ্যে আনে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। উল্লেখ্য, মূল উৎপাদন ক্ষেত্রে সেপ্টেম্বরে সংশোধিত বৃদ্ধির হার ছিল ২.৪ শতাংশ।
আরও পড়ুন:
অক্টোবরে আর্থিক বৃদ্ধির সূচক আরও ঊর্ধ্বমুখী হওয়ায় একে সরকারি তরফে ইতিবাচক বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, একে পরিকাঠামো ক্ষেত্রে ভারতের উন্নতির সঙ্কেত বলেছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। আটটি মূল উৎপাদন ক্ষেত্রের মধ্যে রয়েছে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, শোধনাগারে তৈরি সামগ্রী, সার, ইস্পাত, সিমেন্ট এবং বিদ্যুৎ। এগুলির আর্থিক বৃদ্ধির মধ্যেই লুকিয়ে থাকে দেশের শিল্পক্ষেত্রের উন্নতির চাবিকাঠি। শিল্প উৎপাদনের সূচকের ৪০ শতাংশ জুড়েই রয়েছে এই আটটি উৎপাদন ক্ষেত্র।
এ বছরের অগস্টে উৎপাদন ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ গত ২২ মাসের নিরিখে ছিল সর্বনিম্ন। ওই মাসে উৎপাদন ক্ষেত্রের বাজার সঙ্কুচিত হয়েছিল ০.১ শতাংশ। সেখান থেকে সেপ্টেম্বর এবং অক্টোবরে ঘুরে দাঁড়িয়েছে বৃদ্ধির সূচক। সেপ্টেম্বর শিল্প উৎপাদন ৩.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে কেন্দ্র।
সাম্প্রতিক ঊর্ধ্বগতি সত্ত্বেও চলতি অর্থবর্ষের (পড়ুন ২০২৪-২৫) প্রথমার্ধের মূল উৎপাদন খাতে বৃদ্ধির সূচক ছিল যথেষ্টই কম। ওই সময়ে মাত্র ৪.২ শতাংশে চড়েছিল সূচক। ২০২৩-২৪ আর্থিক বছরের প্রথমার্ধে এই লেখচিত্রে ৮.২ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছিল।
আরও পড়ুন:
এনএসও জানিয়েছে, সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেশের জিডিপি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.৪ শতাংশ। গত আড়াই বছরের মধ্যে এটি সর্বনিম্ন। এই পরিস্থিতিতে অক্টোবরে মূল উৎপাদন খাতে বৃদ্ধি নতুন আশা জাগাল বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকদের একাংশ।