কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা (স্যাট-কম) চালুর পথে আরও এক ধাপ এগোল ভারত। এ জন্য স্টারলিঙ্কের মতো সংস্থাকে লাইসেন্স ফি হিসেবে সরকারকে কত টাকা দিতে হবে, সে ব্যাপারে শুক্রবার কেন্দ্রীয় টেলিকম বিভাগের (ডট) কাছে সুপারিশ জমা দিয়েছে নিয়ন্ত্রক ট্রাই। তাতে বলেছে, প্রতিটি পরিষেবা প্রদানকারী স্পেকট্রাম ব্যবহারের খরচ হিসেবে দেবে বার্ষিক আয়ের ৪%। শহরাঞ্চলে পরিষেবা দিলে তাতে যোগ হবে গ্রাহক পিছু বার্ষিক ৫০০ টাকা। গ্রামাঞ্চলে অবশ্য তা লাগবে না। সংস্থাকে পাঁচ বছরের জন্য স্পেকট্রাম দেওয়া হবে। বিশেষ কারণে তা আরও দু’বছর পর্যন্ত বাড়ানো যাবে।
আমেরিকার ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক এবং অ্যামাজ়ন কুইপারের দাবি ছিল, ভারতে উপগ্রহ নেট দেওয়ার খরচ তাদের বার্ষিক আয়ের ১% হোক। ট্রাইয়ের সুপারিশ তার কয়েক গুণ বেশি। বিশেষজ্ঞদের অবশ্য দাবি, ডট চাইলে তা বদলাতে পারে। চূড়ান্ত প্রস্তাব যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভার কমিটির কাছে। তারা সায় দিলে তা কার্যকর হবে। ট্রাই চেয়ারম্যান অনিল কুমার লাহোটি বলেন, “এতে আমূল বদলে যাবে দেশের টেলি-যোগাযোগ ব্যবস্থা। প্রত্যন্ত এলাকায় পৌঁছবে দ্রুত গতির নেট। উন্নত হবে জীবনযাত্রা।’’
সূত্রের খবর,স্টারলিঙ্ক যে কোনও দিন আগ্রহপত্র সই করে পাঠিয়ে দেবে। তার পরে কেন্দ্রকে টাকা মেটালে পাবে স্পেকট্রাম। ভারতে সংস্থার সঙ্গী জিয়ো, এটারটেল।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)