Advertisement
১৮ মে ২০২৪
India Lockdown

ঘরে বসে সরকারি পরিষেবা

লকডাউনে জীবন ঘরবন্দি। তাই ডিজিটাল লেনদেনে সাবলীল হওয়ার চেষ্টা করছেন বহু মানুষ। তা সে ফোন, বিদ্যুতের বিল মেটানো হোক বা বিমার প্রিমিয়াম দেওয়া। কিন্তু বিশেষত সমস্যায় পড়েছেন বয়স্কদের একাংশ। তাই মূলত তাঁদের কথা মাথায় রেখেই কিছু ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের পদ্ধতি তুলে ধরার চেষ্টা করছে আনন্দবাজার পত্রিকা। যতটা সম্ভব সহজ ভাবে। আজকের পর্বে থাকছে নেটে কেন্দ্রের উমঙ্গ অ্যাপে নথিভুক্তির পদ্ধতি। যার সাহায্যে ঘরে বসেই গ্যাস বুকিং থেকে শুরু করে পিএফ, এনপিএসের বিভিন্ন পরিষেবা পাওয়া সম্ভব।আজকের পর্বে থাকছে নেটে কেন্দ্রের উমঙ্গ অ্যাপে নথিভুক্তির পদ্ধতি।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০৪:৩৫
Share: Save:

নথিভুক্তি কী ভাবে

• https://web.umang.gov.in ওয়েবসাইটে যান।

• পাতার উপরে ডান দিকে ‘ইউজ়ার লগ ইনে’ ক্লিক করুন।

• যে পাতা ভেসে উঠবে, সেখানে ‘নিউ ইউজ়ারে’ ক্লিক করুন। নথিভুক্তির জন্য একটি পাতা খুলবে।

• মোবাইল নম্বর দিন এবং নেক্সট বোতাম টিপুন। মনে রাখবেন, এই মোবাইল নম্বর দিয়েই পরবর্তীকালে লগ ইন করতে হবে।

• মোবাইলে আসা ওটিপি হাতের সামনে রাখুন।

• ফোন নম্বর ভেরিফিকেশন করার পাতা খুলবে। সেখানে ওটিপি দিন।

• যদি ঠিক হয়, তা হলে সেট-এমপিন লেখা দেখাবে।

• সেখানে নিজের পছন্দ মতো পিন তৈরি করে লিখুন।

• তা যাচাই করার জন্য ফের ওই নম্বর দিয়ে কনফার্ম করুন। নেক্সট টিপুন।

• এ বার সিকিউরিটি প্রশ্ন আসবে। কোনও কারণে এমপিন ভুলে গেলে এই প্রশ্নের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যাবে।

• দু’টি প্রশ্নের উত্তর লিখুন। নেক্সট টিপুন।

• ফের মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য স্ক্রিন খুলবে।

• সেখানে মোবাইলে আবার আসা ওটিপি দিন।

• খুলবে উমঙ্গের ওয়েবসাইট।

• পরের বার থেকে মোবাইল নম্বর এবং এমপিন ব্যবহার করেই ওয়েবসাইটে লগ ইন করা যাবে।

মনে রাখুন

• যদি নিজের প্রোফাইলের জন্য ই-মেল দিয়ে থাকেন, তা হলে নিজের মেল খুলুন।

• ইনবক্সে ভেরিফিকেশনের মেল আসবে, সেখানে লিঙ্ক খুলে নিজের মেল উমঙ্গের সঙ্গে যুক্ত করতে পারবেন।

• চাইলে গুগ্‌ল, ফেসবুক, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিয়েও উমঙ্গে লগ ইন করা যায়।

কী কী পরিষেবা

উমঙ্গের মাধ্যমে বিভিন্ন সরকারি পরিষেবা হাতের কাছে পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য পরিষেবাগুলি হল—

• আধার, প্যান, পাসপোর্ট পরিষেবা ইত্যাদি।

• এনপিএস, ইপিএফও, জীবন প্রমাণ, ইএসআই, পেনশনার্স পোর্টাল।

• জিএসটিএন, আয়কর।

• মুদ্রা যোজনা, উজ্জলা যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা-আর্বান ইত্যাদি।

• ইন্ডেন, এইচপি, ভারত গ্যাস বুকিং করা যায়।

• এ ছাড়া সিবিএসই, কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন তথ্য মিলবে এখানে।

• রয়েছে ডিজি লকার। সেখানে নিজের বিভিন্ন আধার, ড্রাইভিং লাইসেন্সের মতো সরকারি নথিপত্র বৈদ্যুতিন মাধ্যমে জমা রাখতে পারেন।

• এ ছাড়াও বিভিন্ন রাজ্য বিশেষে আরও বেশ কিছু পরিষেবা এক ছাতার তলার পাওয়া যায় এখানে।

অ্যাপেও সম্ভব

• শুধু ওয়েবসাইটই নয়। মোবাইলে উমঙ্গ অ্যাপের মাধ্যমেও এই সব পরিষেবার সুবিধা রয়েছে।

• এ জন্য অ্যান্ড্রয়েড ফোনে গুগ্‌ল প্লে স্টোর অথবা আই ফোনে অ্যাপ স্টোর থেকে ওই অ্যাপ ডাউনলোড করে নথিভুক্ত হতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Lockdown Coronavirus, UMANG App
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE