Advertisement
২৭ এপ্রিল ২০২৪
India Lockdown

ছন্দে ফেরা বিরাট চ্যালেঞ্জ, মত রাজনের

দেশের আর্থিক অবস্থাকে ঘুরিয়ে দাঁড় করাতে রাজন যে সব দাওয়াইয়ের কথা বলেছেন, তার অন্যতম সংস্থাগুলি যাতে কর্মী ছাঁটাইয়ের পথে না যায়, সেটা খেয়াল রাখা।

রঘুরাম রাজন।—ফাইল চিত্র

রঘুরাম রাজন।—ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২০ ০৬:০২
Share: Save:

লকডাউনে থমকে গিয়েছে আর্থিক কর্মকাণ্ড। অর্থনীতির অবস্থা ঠিক কতটা ভয়ানক হবে, তা নিয়ে জল্পনা ও হিসেব-নিকেশের শেষ নেই। এই অবস্থায় টলোমলো করে হলেও, অর্থনীতিকে ফের নতুন করে চলতে শেখানোর কথাই কেন্দ্রকে সব থেকে আগে ভাবতে হবে বলে পরামর্শ দিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন। বললেন, সব কিছু বাদ দিয়ে প্রকৃত অর্থনীতির স্বাস্থ্য রক্ষা করাকে পাখির চোখ করা উচিত তাদের। কারণ যা অবস্থা, তাতে ভারতের ছন্দে ফেরাটাই বড় চ্যালেঞ্জ।

মোদী সরকার অর্থনীতিকে বাঁচাতে যথেষ্ট ত্রাণ দিচ্ছে না বলে সমালোচনার জোয়ার বইছে ঘরে-বাইরে। তবে শুক্রবার এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রাজনের সতর্কবার্তা, এমন প্রকল্পের কাঠামো তৈরির সময় খুব সতর্ক থাকতে হবে সরকারকে। বরং কোথাও কাউকে যাতে অভুক্ত থাকতে না-হয় ও সকলে যাতে চিকিৎসার সুবিধা পান, কেন্দ্রকে সেটা নিশ্চিত করতে বলেছেন তিনি।

করোনার সঙ্গে লড়াইয়ে ঠিক কত দিন লকডাউন চালাতে হবে, তা নিয়ে পুরোপুরি নিশ্চিত নন কেউই। তবে প্রাক্তন গভর্নরের মতে, ভারত দীর্ঘ দিন লকডাউনে থাকতে পারবে না। জীবনের পাশাপাশি জীবিকার উপরেও তাকে দ্রুত জোর দিতে হবে।

দেশের আর্থিক অবস্থাকে ঘুরিয়ে দাঁড় করাতে রাজন যে সব দাওয়াইয়ের কথা বলেছেন, তার অন্যতম সংস্থাগুলি যাতে কর্মী ছাঁটাইয়ের পথে না যায়, সেটা খেয়াল রাখা। বেতন কাটছাঁট যদি বা হয়, নিরবচ্ছিন্ন আয়ের পথ খোলা রাখা। তাঁর ইঙ্গিত, আয়ের পথ খোলা থাকলে, তা বাজারে চাহিদা বাড়াতে সহায়ক হবে। অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জন্য যা বিশেষ প্রয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

India Lockdown Raghuram Rajan Economy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE