বছরের প্রথম মাসে, অর্থাৎ জানুয়ারিতে ভারতে বিদেশি লগ্নি সংস্থাগুলি বিক্রি করেছিল ৭৮,০২৭ কোটি টাকার শেয়ার। ফেব্রুয়ারিতে সেই প্রবণতা বহাল রেখে ওই সব সংস্থা তুলে নিল আরও ৩৪,৫৭৪ কোটি। ফলে সব মিলিয়ে ২০২৫-এর মাত্র দু’মাসেই প্রায় ১.১২ লক্ষ কোটির পুঁজি হারাল দেশ। বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে অনিশ্চয়তা এবং মধ্যে কর্পোরেট সংস্থাগুলির আয় কমায় অর্থনীতির ঝিমুনি নিয়ে উদ্বেগ— এই জোড়া কারণে বিদেশি লগ্নিকারীরা সতর্ক। মূলত এই সংস্থাগুলির শেয়ার বিক্রি এ বছরে এর মধ্যেই ৬ শতাংশের বেশি ফেলে দিয়েছে সেনসেক্সকে। তাদের লগ্নি তোলার অন্যতম কারণ হিসেবে আমেরিকার ঋণপত্রের বাজারে বাড়তে থাকা ইল্ড এবং চাঙ্গা ডলারকেও চিহ্নিত করছেন সকলে।
এ দিকে, গত সপ্তাহে বাজারে নথিভুক্ত দেশের প্রথম সারির ১০টি সংস্থার মধ্যে আটটিরই বাজারদর কমেছে। যার অঙ্ক ৩,০৯,২৪৪.৫৭ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি মাথা নামিয়েছে টিসিএসের দর। প্রায় ১.০৯ লক্ষ কোটি টাকা। ফলে শেয়ারমূল্যের নিরিখে প্রথম ১০টি সংস্থার মধ্যে তিনে নেমেছে তারা। এই সময়ে একমাত্র বেড়েছে এইচডিএফসি এবং বজাজ ফিনান্সের দর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)