Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অস্ট্রেলীয় প্রকল্পে বাধা ইচ্ছে করে, দাবি আদানির

শনিবার এক অনুষ্ঠানে আদানি বলেন, অস্ট্রেলিয়ায় নতুন কয়লা খনি প্রকল্পে ১,৫০০ কোটি ডলার লগ্নির পরিকল্পনা তাঁদের। ওই কয়লা নিয়ে আসা হবে ভারতে।

গৌতম আদানি।

গৌতম আদানি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৪১
Share: Save:

অস্ট্রেলিয়ায় তাঁর কয়লা খনি প্রকল্পে পরিকল্পিত ভাবে বাধা দেওয়ার জন্য কিছু আন্তর্জাতিক অ-সরকারি সংস্থা ও প্রতিযোগীদের দিকে অভিযোগের আঙুল তুললেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। এ প্রসঙ্গে তাঁর প্রতি ব্যক্তিগত আক্রমণকে ‘কুৎসিত’ আখ্যাও দিয়েছেন আদানি।

শনিবার এক অনুষ্ঠানে আদানি বলেন, অস্ট্রেলিয়ায় নতুন কয়লা খনি প্রকল্পে ১,৫০০ কোটি ডলার লগ্নির পরিকল্পনা তাঁদের। ওই কয়লা নিয়ে আসা হবে ভারতে। কিছু ক্ষেত্রে খারাপ মানের ভারতীয় কয়লার বদলে তা কাজে লাগানোর কথা। তবে প্রকল্পটি প্রবল বাধার মুখে পড়েছে। তাঁর কথায়, ‘‘কিছু অ-সরকারি সংস্থা ও বিভিন্ন প্রতিযোগী এর জন্য ব্যক্তিগত আক্রমণের পথ বেছে নিয়েছে। অনেক সময়ে তারা নিজেদের পক্ষে যুক্তি সাজাতে গণমাধ্যমকেও বেআইনি ভাবে কাজে লাগাচ্ছে।’’

প্রসঙ্গত, আদানি গোষ্ঠী ২০১০ সালে গ্যালিলি অববাহিকায় কারমাইকেল খনিটি কিনে নিয়ে অস্ট্রেলিয়ায় পা রাখে।

শিরোপা ভারতীয় অর্থনীতিকে: ভারতের অর্থনীতি বিপুল বৃদ্ধির দোরগোড়ায় দাঁড়িয়ে বলে মন্তব্য করেছেন আদানি। তাঁর মতে, কেন্দ্রের জিএসটি, আধার ও জন-ধন যোজনা চালুর জেরে বৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার ভিত আরও শক্ত হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE