E-Paper

ভারতের অর্থনীতি জাপানের পিছনেই, বিশ্বে চতুর্থ বৃহত্তম হওয়ার আশা এখনও শুধুই অনুমান

ওয়টস্যাপ-ফেসবুক থেকে চায়ের দোকানের আড্ডা— চর্চা তুঙ্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ০৭:৪২
অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, দেশের অর্থনীতির আসল ছবি, জীবনযাত্রার মান জিডিপি দিয়ে বোঝা যায় না।

অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, দেশের অর্থনীতির আসল ছবি, জীবনযাত্রার মান জিডিপি দিয়ে বোঝা যায় না। —প্রতীকী চিত্র।

জাপানের থেকেও এগিয়ে গিয়েছে ভারত? আমরা কি এখন জাপানের থেকে বড় অর্থনীতি?

ওয়টস্যাপ-ফেসবুক থেকে চায়ের দোকানের আড্ডা— চর্চা তুঙ্গে।

নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম ‘ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি’ বলে দাবি করেছেন। তিনি আন্তর্জাতিক অর্থ ভান্ডারের (আইএমএফ) তথ্য উদ্ধৃত করে জানিয়েছিলেন, ভারত জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। ফলে জিডিপি-র বহরে এখন আমেরিকা, চিন, জার্মানির ঠিক পরেই এ দেশের স্থান। কিন্তু বাস্তব হল, আইএমএফ ভবিষ্যৎবাণী করেছে, ২০২৫-এ ভারতের জিডিপি জাপানকে ছাপিয়ে যেতে পারে। এখনও তা হয়নি।

নীতি আয়োগের সদস্য, অর্থনীতিবিদ অরবিন্দ ভিরমানি বলেন, ‘‘আইএমএফ এপ্রিলের রিপোর্টে ভবিষ্যৎবাণী করেছে, ভারতের জিডিপি এ বছর ৪.১৮৭ লক্ষ কোটি ডলারে পৌঁছবে। জাপানের জিডিপি-র পরিমাপ হবে ৪.১৮৬ লক্ষ কোটি ডলার। কিন্তু সে তো ২০২৫ শেষ হলে। এখনও পাঁচ মাসই কাটেনি।’’

অর্থনীতিবিদরা মনে করিয়ে দিচ্ছেন, দেশের অর্থনীতির আসল ছবি, জীবনযাত্রার মান জিডিপি দিয়ে বোঝা যায় না। তা বোঝা যায় মাথা পিছু আয় দিয়ে। ভারতের মাথা পিছু আয় এখন বছরে ২৫০০ ডলারের মতো বলে অনুমান। সেখানে জাপানের মাথা পিছু আয় ৩৪,০০০ ডলার। এখন ভারতের যা মাথা পিছু আয়, জাপানে তা পঞ্চাশের দশকে ছিল। এ থেকেই বোঝা যায় জাপানের জীবনযাত্রা, আর্থিক কর্মকাণ্ডের তুলনায় ভারত অনেক পিছিয়ে। ভারত মাথা পিছু আয়ে কেনিয়া, মরক্কো, লিবিয়ার মতো দেশের থেকেও পিছিয়ে।

আইএমএফ-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-এ জাপানের জিডিপি-র পরিমাণ ছিল ৪.০২৬ লক্ষ কোটি ডলার। ভারতের জিডিপি ছিল ৩.৯০৯ লক্ষ কোটি ডলার। অর্থাৎ অনেকটাই পিছনে। সুব্রহ্মণ্যম শনিবার আইএমএফ-এর ভবিষ্যৎবাণীর নিরিখেই বলে দিয়েছিলেন, ভারত এখন চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গিয়েছে। দেশের জিডিপি ৪ লক্ষ কোটি ডলারে পৌঁছে গিয়েছে। তাঁর বক্তব্য ছিল, আগামী দু’তিন বছরের মধ্যে ভারত জার্মানিকেও পিছনে ফেলে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে উঠবে।

আইএমএফ-এর অনুমান অনুযায়ী, ভারত ২০২৮-র এর শেষে জার্মানিকে ছাপিয়ে যেতে পারে। সে সময় জার্মানির জিডিপি-র পরিমাণ হবে ৫.২৫১ লক্ষ কোটি ডলার। ভারতের জিডিপি সে সময় ৬.১৪৮ লক্ষ কোটি ডলারে পৌঁছতে পারে। তবে তৃতীয় স্থানে পৌঁছলেও প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে এখনকার মতোই ভারতের বিস্তর ফারাক থেকে যাবে। ২০২৯-এ আমেরিকার জিডিপি এখনকার ২৯.১৮৪ লক্ষ কোটি ডলার থেকে বেড়ে ৩৫.৭১২ লক্ষ কোটি ডলারে পৌঁছবে। চিনের জিডিপি ১৮.৭৪৮ লক্ষ কোটি ডলার থেকে বেড়ে হবে ২৪.৪৫৪ লক্ষ কোটি ডলার। পরিসংখ্যান মন্ত্রক সূত্রের বক্তব্য, ২০২৪-২৫ সালে ভারতের জিডিপি ৩২৪ লক্ষ কোটি টাকায় পৌঁছবে বলে প্রাথমিক অনুমান। এক ডলারের মূল্য ৮৪ টাকা ধরলে এই জিডিপির পরিমাণ হচ্ছে ৩.৮৫ লক্ষ কোটি ডলার। জাপানের থেকে পিছিয়ে। আগামী ৩০ মে গত অর্থবর্ষের জিডিপি-র তথ্য এলে চূড়ান্ত হিসেব জানা যাবে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Economy GDP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy