আমেরিকার চড়া শুল্কে চাপে ভারতের রফতানি। পরিস্থিতির মোকাবিলায় যত শীঘ্র সম্ভব বিভিন্ন দেশের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি সারতে চাইছে নয়াদিল্লি। সরকারি সূত্রের দাবি, প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা হলেও আমেরিকার সঙ্গে এই বছরের মধ্যে চুক্তি করা যাবে কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ বার ১ নভেম্বর থেকে ভারী ট্রাকেও ২৫% শুল্ক বসানোর কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল আশাবাদী। আজ দোহায় তিনি বলেন, ‘‘ভারত ও আমেরিকা বিরামহীন ভাবে চুক্তির চেষ্টা চালাচ্ছে। নভেম্বরের মধ্যে তা হতেও পারে। বাধা আমেরিকার শাটডাউন। তবে চেষ্টা চলছে আলোচনা প্রক্রিয়া মসৃণ করার।’’
কাতারের সঙ্গে চুক্তি আলোচনা করতে সরকারি প্রতিনিধি দলের সঙ্গেদোহা গিয়েছেন গয়াল। তিনি জানান,এর পরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের জন্য ২৭-২৮ অক্টোবর ব্রাসেলসে যাবেন। দু’পক্ষেরই আশা,ডিসেম্বরের মধ্যে হয়তো চুক্তি চূড়ান্ত হবে। এর মধ্যেই নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যমের বক্তব্য, চিন-সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়া পোক্ত করা উচিত ভারতের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)