বিভিন্ন দেশের পণ্যে অতিরিক্ত আমদানি শুল্ক কার্যকরের সময় কিছুটা পিছিয়ে ১ অগস্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়টুকুকে কাজে লাগিয়ে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ফের আমেরিকা যাচ্ছেন ভারতের বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধিরা। তবে সূত্রের খবর, এ দেশের পণ্যে ওয়াশিংটনের চাপানো শুল্ক ২০ শতাংশের কম হতে পারে।
গত ২ এপ্রিল ট্রাম্প জানিয়েছিলেন, ভারতীয় পণ্য আমেরিকায় ঢুকলেই দিতে হবে ২৬% শুল্ক। এতে ওই বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় রফতানি বাণিজ্য ধাক্কা খাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যা দেশের উৎপাদন কমিয়ে অভ্যন্তরীণ অর্থনীতিকেও বিপাকে ফেলতে পারে। সূত্র জানাচ্ছে, আলোচনা সফল হলে শুল্ক আদতে ২৬ শতাংশের থেকে অনেক কম হবে। এমনকি দক্ষিণ এশিয়া-সহ বিভিন্ন অঞ্চলে আমেরিকার অন্যান্য বাণিজ্য সহযোগীদের থেকে তা নীচে থাকতে পারে বলেও আশা। সে ক্ষেত্রে রফতানি বাজারে প্রতিযোগী দেশগুলির তুলনায় ভাল জায়গায় পা রেখে পরবর্তী আলোচনার দিকে এগোতে পারবে দিল্লি। এ ব্যাপারে ভারতের বাণিজ্য মন্ত্রক কোনও প্রতিক্রিয়া দেয়নি। সংবাদমাধ্যমের ই-মেলের উত্তর দেয়নি ট্রাম্প প্রশাসন।
ভারত-আমেরিকার লক্ষ্য ছিল, আগামী বসন্তের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা। যদিও তার আগেই ভারত-সহ বিভিন্ন দেশের উপরে শুল্ক ঘোষণা করে দেন ট্রাম্প। তবে তা ৯০ দিন স্থগিত রাখেন। স্থগিতের সময়সীমা ৯ জুলাই শেষ হয়েছে। তার আগেই আংশিক চুক্তি করতে মরিয়া ছিল নয়াদিল্লি। তড়িঘড়ি বাণিজ্য মন্ত্রকের প্রতিনিধিরা পাড়ি দেন আমেরিকায়। যাতে ২৬% শুল্কের বোঝা এড়ানো যায়। সূত্রের খবর, ট্রাম্প প্রশাসন যেমন বিভিন্ন দেশকে একতরফা চিঠি পাঠিয়ে শুল্ক জানিয়ে দিয়েছে, ভারতের ক্ষেত্রে তা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। বরং যৌথ বিবৃতি জারি হতে পারে। যদিও তা কবে তার ইঙ্গিত নেই। তবে ব্রিকস গোষ্ঠীর দেশগুলির উপরে অতিরিক্ত ১০% শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। ভারত যার সদস্য।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)