রাশিয়ার দু’টি তেল সংস্থা রসনেফ্ট ও লুকঅয়েলের উপরে আমেরিকা নিষেধাজ্ঞা চাপানোয় ভারতীয় তেল সংস্থাগুলি আরও বেশি করে দক্ষিণ আমেরিকা, পশ্চিম এশিয়া ও আমেরিকা থেকে তেল কেনার পথে হাঁটতে পারে বলে দাবি সূত্রের। ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ২১ নভেম্বর রুশ সংস্থা দু’টির সব আর্থিক লেনদেন প্রক্রিয়া বন্ধের কাজ শুরু হবে। তবে আমেরিকার এই পদক্ষেপের পরেও কোনও চাপের মুখে তাড়াহুড়ো করে যে কোনও দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি হবে না, সেটা ফের এ দিন স্পষ্ট করেছেন বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গয়াল।
এখন ভারতে আমদানি হওয়া তেলের এক তৃতীয়ংশই রাশিয়ার। এ বছরে দৈনিক আমদানি গড়ে ১৭ লক্ষ ব্যারেল। যার মধ্যে ১২ লক্ষই পাঠায় রসনেফ্ট ও লুকঅয়েল। সূত্রের দাবি, ২১ নভেম্বর পর্যন্ত রাশিয়া থেকে তেল কিনতে সমস্যা হবে না। তার পরে জোগান কমবে। রুশ তেলের অন্যতম ক্রেতা মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ় জানিয়েছে, তারা নিষেধাজ্ঞা সম্পর্কে অবগত। পরিস্থিতিতে কড়া নজর রাখছে। এই নিয়ে কেন্দ্র নির্দেশ দিলে, তা মানা হবে। সংস্থা জানিয়েছে, সব রকম নিয়ম মেনে কাজ করা হয়েছে। ভবিষ্যতেও তা করা হবে। এই ঘটনার জন্য বাজারে তেলের জোগানে ঘাটতি হবে না বলেও আশ্বাস সংস্থার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)