Advertisement
E-Paper

মিউচুয়াল ফান্ড নিয়ে বিশেষ সুবিধা দিতে ‘দুয়ারে ডাকঘর’! কী ভাবে এবং কারা পাবেন এই সুবিধা?

বাড়ি বাড়ি এসে মিউচুয়াল ফান্ডের কেওয়াইসির নথি যাচাই করবেন ডাকঘরের কর্মীরা। নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের সঙ্গে যৌথ উদ্যোগে এই কাজ করছেন তাঁরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৫:৩৯
Representative Picture

—প্রতীকী ছবি।

মিউচুয়াল ফান্ডের কেওয়াইসিতে (নো ইয়োর কাস্টমার) এ বার ‘দুয়ারে ডাকঘর’! নথি যাচাই করতে বাড়িতে আসবেন সরকারি কর্মী। এর জন্য নিপ্পন ইন্ডিয়া মিউচুয়াল ফান্ডের সঙ্গে হাত মিলিয়েছে ডাক কর্তৃপক্ষ। গ্রামীণ এবং দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে মিউচুয়াল ফান্ডকে ছড়িয়ে দিতে জন নিবেশ প্রকল্প চালাচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ডাকঘর এবং নিপ্পনের যৌথ উদ্যোগে সেটি সাফল্যের মুখ দেখবে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকরা।

বিষয়টি নিয়ে ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। সেখানে বলা হয়েছে, সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে ডাকঘর। কেওয়াইসির নথি যাচাইতে সেখানকার কর্মীদের ব্যবহার করলে প্রক্রিয়াটি অনেকটাই সহজ হবে। প্রত্যন্ত এলাকার অনেকেই যোগাযোগের অসুবিধার কারণে কেওয়াইসি নথি যাচাই করাতে পারেন না। ফলে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ অধরাই থেকে যায়। নতুন ব্যবস্থায় সেই সমস্যা মিটবে বলে আশাবাদী সরকার।

মিউচুয়াল ফান্ডে লগ্নির ক্ষেত্রে কেওয়াইসি বাধ্যতামূলক। তবে সেটা একবার করলেই চলে। সংশ্লিষ্ট কেওয়াইসি সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার ক্ষেত্রে বৈধ থেকে যায়। যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, নতুন ব্যবস্থায় প্রত্যন্ত গ্রামীণ এলাকার বাসিন্দারা ঘরে বসেই কেওয়াইসির প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

সরকারি তথ্য বলছে, ভারতীয় ডাকঘর কর্তৃপক্ষ ইতিমধ্যেই ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া (ইউটিআই) এবং স্পেসিফায়েড আন্ডারটেকিং ফর ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া (এসইউইউটিআই) জন্য পাঁচ লাখের বেশি কেওয়াইসির নথি যাচাইয়ের কাজ অতি অল্প সময়ের মধ্যে সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। ‘‘এতেই সংশ্লিষ্ট দফতরটির বৃহৎ পরিসরে কাজ করার দক্ষতার প্রমাণ মিলেছে,’’ বিবৃতিতে বলেছে যোগাযোগ মন্ত্রক।

কেওয়াইসির নথি যাচাইয়ের ক্ষেত্রে ‘দুয়ারে ডাকঘর’-এর সুবিধা পেতে গ্রাহককে বেশ কয়েকটি পদক্ষেপ করতে হবে। কেওয়াইসির রেজিস্ট্রেশন সংস্থা কেআরএ বা অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার ওয়েবসাইটে ঢুকে কেওয়াইসির ফর্ম ডাউনলোড করতে হবে তাঁকে। এর পর নির্ভুল ভাবে ফর্মটি পূরণ করবেন তিনি। সেখানে অবশ্যই নাম, বাড়ির ঠিকানা, পার্মানেন্ট অ্যাকউন্ট নম্বর বা প্যান এবং আধার নম্বর দিতে হবে তাঁকে।

এর পর সংশ্লিষ্ট তথ্যের সপক্ষে যাবতীয় নথির স্ব-প্রত্যয়িত কপি সংযুক্ত করে কেআরএ বা মিউচুয়াল ফান্ডের এজেন্ট বা সংশ্লিষ্ট তহবিলটির দফতরে জমা করবেন ওই গ্রাহক। যাবতীয় নথি জমা হয়ে গেলে তা যাচাইয়ের জন্য ওই ব্যক্তির বাড়িতে যাবেন ডাক কর্মীরা। তবে এর জন্য এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

Indian Postal Department Post Offices KYC Mutual Funds SIP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy