ফের একবার ৭০ হাজার কোটি ডলারের গণ্ডি টপকাল ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার। ১০ মাসের ব্যবধানে দ্বিতীয় বার ওই রেকর্ড স্পর্শ করেছে নয়াদিল্লি। গত বছরের সেপ্টেম্বরে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআইয়ের বিদেশি মুদ্রার ভান্ডারের অঙ্ক পৌঁছয় ৭০ হাজার ৪৮৯ কোটি ডলারে। সেটাই ছিল সর্বকালের সর্বোচ্চ। এ বার সূচক তার কাছে পৌঁছলেও ওই সীমা স্পর্শ করতে পারেনি।
চলতি বছরের ২৭ জুন শেষ হওয়া সপ্তাহে দেশের বিদেশি মুদ্রা ভান্ডার সংক্রান্ত তথ্য প্রকাশ করে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এতে সূচক চড়েছে ৪৮৪ কোটি ডলার। ফলে কোষাগারে থাকা ডলারের পরিমাণ ৭০ হাজার ২৭৮ কোটিতে পৌঁছে গিয়েছে। গত জানুয়ারিতে দেশের বিদেশি মুদ্রাভান্ডার ৬২ হাজার ৪০০ কোটিতে নেমে গিয়েছিল। সেখান থেকে এই প্রত্যাবর্তনকে অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেছেন আর্থিক বিশ্লেষকেরা।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিদেশি মুদ্রার পরিমাণ বৃদ্ধি পেলেও কিছুটা কমেছে স্বর্ণভান্ডার। আরবিআইয়ের হাতে থাকা ‘হলুদ ধাতু’র মূল্য ১২৩ কোটি কমে ৮৪৫০ কোটি ডলারে নেমে গিয়েছে। অন্য দিকে বিদেশি মুদ্রার সম্পদ ৫৭৫ কোটি ডলার বেড়ে ৫৯ হাজার ৪৮২ কোটি ডলারে উন্নীত হয়েছে। উল্লেখ্য, বিদেশি মুদ্রার ভান্ডারের হিসাব ডলারের নিরিখে করা হলেও আরবিআইয়ের কাছে শুধুমাত্র মার্কিন টাকা আছে, তা কিন্তু নয়। ইউরো এবং পাউন্ড-সহ অন্যান্য বিদেশি মুদ্রাও রয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কটির কোষাগারে।
আরও পড়ুন:
২৭ জুন শেষ হওয়া সপ্তাহে স্পেশাল ড্রয়িং রাইট্স বা এসডিআর ১৫ কোটি ৮০ লক্ষ ডলার থেকে বেড়ে ১,৮৮৩ কোটি ডলারে পৌঁছে গিয়েছে। ৪ জুলাই প্রকাশ করা তথ্যে আরবিআই জানিয়েছে, আন্তর্জাতিক অর্থভান্ডার বা আইএমএফের (ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড) কাছে দেশের রিজ়ার্ভ অবস্থান ১ কোটি ৭৬ লক্ষ থেকে বেড়ে ৪৬২ কোটি ডলারে পৌঁছে গিয়েছে।