এক দিকে শুল্কের বোঝা আরও বাড়ানোর চাপ দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য দিকে, অনিশ্চিত হচ্ছে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির সময়সীমা। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি শেষ করার দিন স্থির করল নয়াদিল্লি। সূত্রের খবর, ২৭ জানুয়ারি ওই চুক্তি সই হবে। ২৫ তারিখ তিন দিনের নয়াদিল্লি সফরে আসছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিয়ো লুই সান্তোস ডি কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। ২৭শে ভারত-ইইউ সম্মেলনে যোগ দেবেন ইউরোপের এই দুই শীর্ষ নেতা। বাণিজ্য চুক্তির পাশাপাশি, দুই পক্ষের কৌশলগত অংশীদারি বাড়াতে নতুন-নতুন ক্ষেত্রের সন্ধান করা হবে আসন্ন সফরে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁদের পৃথক বৈঠক হবে। পাশাপাশি, অনুষ্ঠিত হবে উভয় পক্ষের বাণিজ্য সম্মেলনও।
বাণিজ্য মন্ত্রক সূত্রের মতে, আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে দর কষাকষির প্রক্রিয়া যে হেতু গড়িয়েই চলেছে, তাই ইউরোপের সঙ্গে দ্রুত চুক্তি সারার চেষ্টা করছে ভারত। লক্ষ্য, ভারতীয় পণ্যে ট্রাম্পের চাপানো শুল্কের ফলে রফতানিকারীদের যে ধাক্কা লাগছে, তাকে ব্রিটেন, ইইউ-এর সঙ্গে বাণিজ্য দিয়ে কিছুটা সামলানো। জানা গিয়েছে, ইউরোপের সঙ্গে চুক্তিতে কৃষিপণ্যের মতো বিতর্কিত ক্ষেত্রগুলি বাদই রাখা হচ্ছে। বৃহস্পতিবার বাণিজ্যসচিব রাজেশ আগরওয়াল বলেন, “আশা করছি জানুয়ারির মধ্যেই চুক্তি সই হবে। ২৬ জানুয়ারি দর কষাকষির পর্ব শেষ হবে। গত তিন মাস ধরে সেই কাজ চলছে। প্রায় রোজই ভিডিয়ো বৈঠক হচ্ছে। আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।”
দীর্ঘদিন ধরে ভারত এবং ইইউ-এরমধ্যে বাণিজ্য আলোচনা চলছে। ২০২২ থেকে নতুন করে কথা শুরু হয়। ট্রাম্প চড়া হারে শুল্ক বসাতে শুরু করার পরে আলোচনার গতি বাড়ে। আরও বেশি সক্রিয় হয় নয়াদিল্লি। উল্লেখ্য, ভারতের মোট রফতানির ১৭% হয় ইউরোপে। আমদানি ৯%। ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে সুবিধাজনক জায়গায় রয়েছে দেশ।
এক ঝলকে
আমেরিকার শুল্কে বেড়েছে চাপ। তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি কবে হবে ঠিক নেই। তাই ইউরোপের সঙ্গে চুক্তি দ্রুত সারতে চায় ভারত।
ইইউ-এর সঙ্গে এর আলোচনা শেষ পর্যায়ে।
ইউরোপের দুই শীর্ষকর্তার নয়াদিল্লি সফরেই হতে পারে সেই চুক্তি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)