Advertisement
E-Paper

গ্রিসের সঙ্কট কাটার ইঙ্গিতে চাঙ্গা বাজার

এখনও পর্যন্ত বর্ষা যে-ভাবে এগোচ্ছে, তাতে অর্থনীতির হাল ফেরা নিয়ে আশাবাদী শেয়ার বাজার। সোমবার মূলত সেই ভরসাতেই সেনসেক্স ৪১৪ পয়েন্ট বাড়ল। পাশাপাশি, ঋণদাতাদের সঙ্গে শেষ মুহূর্তে রফার জেরে গ্রিসের আর্থিক সঙ্কট কাটতে পারে বলে এ দিনই ইঙ্গিত মিলেছে, যা ভারতে বাজারের উত্থানে ইন্ধন জুগিয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০১:৫০
বৈঠকে স্বাগত। গ্রিসের প্রধানমন্ত্রীর (বাঁ দিকে) সঙ্গে জুঙ্কার। ছবি: এএফপি।

বৈঠকে স্বাগত। গ্রিসের প্রধানমন্ত্রীর (বাঁ দিকে) সঙ্গে জুঙ্কার। ছবি: এএফপি।

এখনও পর্যন্ত বর্ষা যে-ভাবে এগোচ্ছে, তাতে অর্থনীতির হাল ফেরা নিয়ে আশাবাদী শেয়ার বাজার। সোমবার মূলত সেই ভরসাতেই সেনসেক্স ৪১৪ পয়েন্ট বাড়ল। পাশাপাশি, ঋণদাতাদের সঙ্গে শেষ মুহূর্তে রফার জেরে গ্রিসের আর্থিক সঙ্কট কাটতে পারে বলে এ দিনই ইঙ্গিত মিলেছে, যা ভারতে বাজারের উত্থানে ইন্ধন জুগিয়েছে। এই নিয়ে গত সাত দিনে সেনসেক্স বাড়ল ১৩৫৯.২৩ পয়েন্ট। ডলারে টাকার দামও এ দিন ৩ পয়সা বাড়ায় বাজার বন্ধের সময়ে প্রতি ডলারের দাম দাঁড়ায় ৬৩.৫২ টাকা।

ঘাটতি বর্ষা নিয়ে পূর্বাভাস আপাতত না-মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বাজার। এই প্রবণতা বজায় থাকলে রিজার্ভ ব্যাঙ্ক ফের সুদ কমানোর পথে হাঁটতে পারে বলেও মনে করছেন লগ্নিকারীরা। সেই কারণে এ দিন হু হু করে বেড়ে যায় ব্যাঙ্ক শেয়ারের দাম, যার জেরে বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়ায় ২৭,৭৩০ অঙ্কে। গত ৮ মে-র পরে সূচক এতটা বাড়েনি।

এ দিকে, ইউরোপীয় ইউনিয়নের কাছে গ্রিস আর্থিক সংস্কারের যে-প্রস্তাব সোমবার জমা দিয়েছে, তা স্বাগত জানান ১৯টি দেশের এই জোটের অর্থমন্ত্রীরা। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসের সঙ্গে বৈঠকও হয় ইউরোপীয় কমিশনের প্রসিডেন্ট জাঁ ক্লদ জুঙ্কার-এর। গ্রিস তার প্রস্তাবে আইএমএফ ও ইউরোপীয় ঋণদাতাদের দাবি মেনে যুক্তমূল্য কর বাড়িয়ে ২৩ শতাংশ করতে রাজি হয়েছে। পাশাপাশি, অবসরের বয়স ক্রমে বাড়িয়ে ৬৭ বছর করবে বলে জানিয়েছে গ্রিস। লক্ষ্য এই মুহূর্তে পেনশন খাতে খরচ কমানো। ইউরোপীয় ইউনিয়ন এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছে, এই প্রথম একটি ‘যুক্তিসঙ্গত’ প্রস্তাব দিল গ্রিস। গ্রিস-সহ ইউরোপের বাজারও চাঙ্গা হয়েছে, যার প্রভাব পড়ে এশীয় ও ভারতীয় বাজারে।

greece crisis sensex sensex uprise greece ciris resolve
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy