Advertisement
২৭ জানুয়ারি ২০২৩

জোড়া সুখবরে অভিষেক শক্তির 

বুধবার কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর জানিয়েছে, মূলত ডাল, আনাজ, ডিমের মতো হেঁসেলের খাদ্যপণ্যের দাম কমায় গত মাসে খুচরো মূল্যবৃদ্ধি হয়েছে ২.৩৩%। আগের বছরের নভেম্বরে এই হার ছিল ৪.৮৮%। এর আগে ২০১৭ সালের জুনে খুচরো মূল্যবৃদ্ধি হয়েছিল ১.৪৬% হারে।

সংবাদ সংস্থা 
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ০৩:৩১
Share: Save:

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে শক্তিকান্ত দাসের অভিষেকের দিনেই জোড়া সুখবর। নভেম্বরের খুচরো মূল্যবৃদ্ধি ১৭ মাসের সর্বনিম্নে পৌঁছনো স্বস্তি দিল শীর্ষ ব্যাঙ্ককে। অন্য দিকে, অক্টোবরে কলকারখানার উৎপাদন বৃদ্ধি ১১ মাসে সর্বোচ্চ হওয়ায় হাসি ফুটল কেন্দ্রের মুখে। এই অবস্থায় রিজার্ভ ব্যাঙ্কের পরবর্তী ঋণনীতিতে সুদ কমানোর সওয়াল করার জন্য কেন্দ্রের জমি শক্ত হল।

Advertisement

বুধবার কেন্দ্রীয় পরিসংখ্যান দফতর জানিয়েছে, মূলত ডাল, আনাজ, ডিমের মতো হেঁসেলের খাদ্যপণ্যের দাম কমায় গত মাসে খুচরো মূল্যবৃদ্ধি হয়েছে ২.৩৩%। আগের বছরের নভেম্বরে এই হার ছিল ৪.৮৮%। এর আগে ২০১৭ সালের জুনে খুচরো মূল্যবৃদ্ধি হয়েছিল ১.৪৬% হারে। তার পর নভেম্বরের হারই সর্বনিম্ন। পরিসংখ্যান মন্ত্রকের তথ্য অনুযায়ী, ওই মাসে খাদ্যপণ্যের মূল্য সরাসরি ২.৬১% কমেছে। কমেছে আনাজ (১৫.৫৯%), ডাল (৯.২২%), ডিমের (৩.৯২%) দাম। জ্বালানির মূল্যবৃদ্ধি ৭.৩৯% হলেও তা অক্টোবরের চেয়ে কম। মূল্যবৃদ্ধি আগের তুলনায় কিছুটা বেড়েছে মাছ-মাংসের। এ দিনই অক্টোবরের সংশোধিত খুচরো মূল্যবৃদ্ধি সামান্য বাড়িয়ে করা হয়েছে ৩.৩৮%।

পাশাপাশি, অক্টোবরে দেশের কলকারখানায় উৎপাদন বৃদ্ধি পৌঁছেছে ৮.১ শতাংশে। উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে খনি, বিদ্যুৎ এবং উৎপাদন ক্ষেত্রে। উৎপাদন বেড়েছে কাঁচামাল এবং দীর্ঘ মেয়াদে ব্যবহারযোগ্য ভোগ্যপণ্যেরও। এক বছর আগে উৎপাদন বৃদ্ধির হার ছিল ১.৮%। সেপ্টেম্বরে তা ছিল ৪.৫%।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.