Advertisement
২৩ এপ্রিল ২০২৪

নিয়ম মেনেই বেতন বৃদ্ধি রাওয়ের, দাবি ইনফোসিসের

চিফ অপারেটিং অফিসার ইউবি প্রবীণ রাওয়ের ৩৩ শতাংশের বেশি বেতন বেড়েছে আন্তর্জাতিক মাপকাঠি মেনেই। সোমবার এ কথা জানিয়ে রাওয়ের সমর্থনে জোরালো সওয়াল করল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস।

বেঙ্গালুরু
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০৩:০৯
Share: Save:

চিফ অপারেটিং অফিসার ইউবি প্রবীণ রাওয়ের ৩৩ শতাংশের বেশি বেতন বেড়েছে আন্তর্জাতিক মাপকাঠি মেনেই। সোমবার এ কথা জানিয়ে রাওয়ের সমর্থনে জোরালো সওয়াল করল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। যদিও সংস্থার প্রাক্তন কর্তা ভি বালকৃষ্ণন ও টি ভি মোহনদাস পাই এই হারে বেতন বাড়ানোর তীব্র নিন্দা করেছেন। ঠিক যে ভাবে বিষয়টির সমালোচনা করেছিলেন সংস্থার অন্যতম প্রাণপুরুষ এন আর নারায়ণমূর্তি।

ফলে নতুন করে মাথা তুলেছে শীর্ষ কর্তাদের বেতন বৃদ্ধি নিয়ে ইনফোসিস প্রতিষ্ঠাতা ও পরিচালন পর্ষদের বিরোধ। যে-কারণে সংস্থার শেয়ার দরও পড়ে এ দিন। এক বিবৃতিতে এ দিন ইনফোসিসের দাবি, তারা সিদ্ধান্ত নেওয়ার আগে দেশ-বিদেশের বড় সংস্থাগুলির নিয়ম-নীতি খতিয়ে দেখেছেন।

রাও ইনফোসিসে আছেন ৩০ বছর। সংস্থার ব্যাখ্যা, এ সময়ে বেতন কাঠামো আমূল বদলেছে। যার অঙ্গ হিসেবে রাওয়ের ধরাবাঁধা মূল বেতন ৫.২ কোটি টাকা থেকে কমে ৪.৬ কোটি হয়েছে। বাড়ানো হয়েছে বাকি অংশ, যা সংস্থার ভাল ফলের সঙ্গে যুক্ত। তাঁকে যে-শর্তে যত শেয়ার দেওয়া হয়েছে, সেই হিসেব ধরলে ২০১৭-’১৮ সালের জন্য নিট বেতন বেড়েছে ১.৪%। আগামী দিনেও একই ভাবে বেতন বাড়লে চার বছরে তা ৩৩.৪% পর্যন্ত বাড়তে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Narayana Murthy Pravin Rao Infosys Salary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE