এক দিকে ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং শুল্ক যুদ্ধ। অন্য দিকে পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান। এর প্রভাব পড়েছে দেশ এবং আন্তর্জাতিক আর্থিক বাজারে। তার ফলে ধাক্কা খেয়েছে মিউচুয়াল ফান্ড শিল্প। সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞদের বক্তব্য, আর্থিক বাজারে এই অনিশ্চয়তার জেরে লগ্নিকারীদের মধ্যে ফান্ড প্রকল্প থেকে পুঁজি প্রত্যাহারের প্রবণতা দেখা গিয়েছে। মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির সংগঠন অ্যাম্ফির পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে শেয়ার ভিত্তিক ফান্ডে নিট লগ্নির অঙ্ক ছিল গত ১৩ মাসের সর্বনিম্ন। ১৯,০১৩ কোটি টাকা। এপ্রিলে তা ২৪,২৬৯ কোটি ছিল। এই নিয়ে টানা পাঁচ মাস শেয়ার ভিত্তিক ফান্ডে লগ্নি মাথা নামাল।
মূল্যায়ন সংস্থা ইক্রার কর্তা অশ্বিনী কুমারের বক্তব্য, রিজ়ার্ভ ব্যাঙ্ক ঋণনীতিতে সুদের হার কমিয়েছে। ফান্ডের বাজারে তার ইতিবাচক প্রভাব পড়তে পারে।
ভাটা ঋণপত্র ভিত্তিক মিউচুয়াল ফান্ডেও। অ্যাম্ফির পরিসংখ্যান বলছে, গত মাসে এগুলি থেকে ১৫,৯০৮ কোটি টাকা তুলেছেন লগ্নিকারীরা। যেখানে এপ্রিলে ২.১৯ লক্ষ কোটি টাকা লগ্নি হয়েছিল। লগ্নি কমেছে সূচক ভিত্তিক ইন্ডেক্স ফান্ড এবং এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডগুলিতেও। ওই সব প্রকল্পে আগের মাসের তুলনায় মে মাসে লগ্নি ৭৩% কমে নেমেছে ৫৫২৫ কোটিতে। এপ্রিল ছিল ২০২২৯ কোটি টাকা। সব ধরনের প্রকল্প মিলিয়ে মিউচুয়াল ফান্ডে এপ্রিলের তুলনায় গত মাসে লগ্নি ৮৯% কমেছে। হয়েছে ২৮,৬৭২ কোটি।
তবে মিউচুয়াল ফান্ডে এসআইপি-তো যথারীতি বেড়েছে বিনিয়োগ। মে মাসে এই শ্রেণির প্রকল্পগুলিতে ২৬,৬৮৮ কোটি টাকা ঢেলেছেন লগ্নিকারীরা। যা এপ্রিলের চেয়ে ৫৬ কোটি টাকা বেশি।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)