চাকরির খোঁজে শতাধিক সংস্থার কাছে আবেদনপত্র পাঠিয়ে বিরল অভিজ্ঞতার মুখে পড়লেন এক ব্যক্তি। অভিযোগ, দু’-এক ঘণ্টার মধ্যে বাতিল হয় তাঁর বেশির ভাগ আবেদন। এর পরই আবেদনপত্র বাছাইয়ের কাজে যুক্ত সংস্থার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই ব্যক্তি। ইচ্ছাকৃত ভাবে তাঁকে চাকরি পাওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ে গিয়েছে হইচই। মামলাকারী ব্যক্তির নাম ডেরেক মোবলে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কাজ করার পেশাগত দক্ষতা রয়েছে তাঁর। ডেরেকের দাবি, গত দু’বছরের বেশি সময় ধরে বিভিন্ন সংস্থায় চাকরির জন্য আবেদনপত্র পাঠিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যে শতাধিক সংস্থায় নিজের ‘সিভি’ জমা করেছেন ওই ব্যক্তি।
আরও পড়ুন:
কিন্তু ডেরেকের অভিযোগ, প্রতিটা ক্ষেত্রেই নেতিবাচক উত্তর পেয়েছেন তিনি। শুধু তা-ই নয়, কোনও সংস্থা থেকে ইন্টারভিউ বা প্রবেশিকা পরীক্ষার জন্যও ডাকা হয়নি তাঁকে। কিছু ক্ষেত্রে ইমেল পাঠানোর এক ঘণ্টার মধ্যে আবেদন গ্রহণ করা হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয় তাঁকে। এর পরেই ডেরেকের মনে দানা বাঁধে সন্দেহ।
বিষয়টি নিয়ে নিজে তদন্ত করে ডেরেক জানতে পারেন, বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায় আবেদনপত্র বাছাইয়ের কাজ করছে ‘ওয়ার্কডে’ নামের একটি সংস্থা। তাঁর আবেদনপত্র নাকচ করার নেপথ্যে রয়েছে তাদের হাত। এর পর কালবিলম্ব না করে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি। অন্য দিকে, এ ব্যাপারে ‘ওয়ার্কডে’-র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।