পশ্চিমবঙ্গে বড় লগ্নি জিন্দল ইন্ডিয়ার। ১৫০০ কোটি টাকায় হাওড়ার ইস্পাত কারখানা সম্প্রসারণ করছে তারা। সংস্থার দাবি, এখন উৎপাদন ক্ষমতা ১০ লক্ষ টন। তা ১৬ লক্ষে পৌঁছবে।
এ রাজ্যে ইস্পাতের বিবিধ অনুসারি পণ্য তৈরির দু’টি কারখানা রয়েছে সংস্থাটির। মূলত ইস্পাতের পাত, ক্রাশ ব্যারিয়ার, পাইপ প্রভৃতি তৈরি করে তারা। বি সি জিন্দল গোষ্ঠীর আওতাভুক্ত সংস্থা আগামী কয়েক বছরে দেশে ১৮,০০০ কোটি লগ্নি করে ক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা করেছে। বাংলায় লগ্নি তারই অংশ। সংস্থা জানিয়েছে, চলতি অর্থবর্ষেই অতিরিক্ত উৎপাদন চালু হবে। পাশাপাশি, রাজ্যে আগামী দিনে আরও লগ্নির পরিকল্পনা রয়েছে বলেও দাবি জিন্দলদের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)