ট্রাইয়ের নির্দেশ মেনে মোবাইল ফোনে শুধু কথা বলার রিচার্জ ভাউচার এনেছিল বেসরকারি টেলিকম সংস্থাগুলি। কিন্তু দেখা যায়, তার দাম ইন্টারনেট ডেটা এবং ভয়েস কল মিলিয়ে তৈরি ভাউচারের কাছাকাছি। মাত্র ২% মতো কম। যা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এর পরে গত সপ্তাহের শেষের দিকে ফের নতুন নির্দেশ দিয়েছে টেলিকম নিয়ন্ত্রক। তারা বলেছে, ডেটা না ব্যবহার করায় তার সমানুপাতিক হারে রিচার্জের খরচ কমাতে হবে। এর পরে ভারতী এয়ারটেল এবং রিলায়্যান্স জিয়ো তড়িঘড়ি সেই দাম আরও ৪%-৫% কমিয়েছে বলে জানা গিয়েছে। যদিও সেই হার নিয়েও উঠেছে প্রশ্ন। ভোডাফোন আইডিয়া (ভি) নতুন করে দাম কমায়নি।
এয়ারটেল শুরুতে ৮৪ দিন এবং ৩৬৫ দিনের রিচার্জ প্ল্যান এনেছিল যথাক্রমে ৪৯৯ টাকা এবং ১৯৫৯ টাকার। তারা তা কমিয়ে করেছে যথাক্রমে ৪৬৯ এবং ১৮৪৯ টাকা। জিয়ো ৩৩৬ দিনের প্ল্যানের দাম ১৯৫৮ টাকা থেকে কমিয়ে করেছে ১৭৪৮ টাকা। ৮০ দিনের ক্ষেত্রে ৪৫৮ টাকার প্ল্যান ৪৪৮ টাকা হয়েছে। তবে ভি-এর ৩৬৫ দিনের প্ল্যানের (১৪৬০ টাকা) কোনও বদল হয়নি। অথচ ট্রাইয়ের নির্দেশ ছিল, ডেটা ও ভয়েস বান্ডিল রিচার্জের তুলনায় এই খরচ বেশ কিছুটা কম রাখতে হবে। কারণ, ডেটার সুবিধা না নিয়ে সেই অনুপাতে অনেকটা খরচ কমা উচিত।
গ্রাহকদের একাংশের অভিযোগ, শুধু ভয়েস রিচার্জের খরচ এখনও অনেকটা বেশি রয়েছে। পাশাপাশি, এখন মাত্র একটি কিংবা দু’টি মেয়াদের ভয়েস রিচার্জ পাওয়া যাচ্ছে। আরও বেশি মেয়াদের ভাউচার এলে সকলের সুবিধা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)