রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের বার্ষিক সাধারণ সভায় কর্ণধার মুকেশ অম্বানী কৃত্রিম মেধা ভিত্তিক পরিষেবাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার বার্তা দিয়েছিলেন। এ বার সেই লক্ষ্য পূরণে তাঁর জিয়ো জোট বাঁধল গুগ্লের সঙ্গে। বৃহস্পতিবার জিয়ো জানিয়েছে, গ্রাহকদের কৃত্রিম মেধা (এআই) ভিত্তিক বিভিন্ন পরিষেবা নিখরচায় দেওয়াই লক্ষ্য।
সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে, জিয়ো চালু হয়েছিল নিখরচায় তথ্যের (ডেটা) সুবিধাকে আমজনতার হাতে তুলে দেওয়ার বার্তা দিয়ে। তার জেরে বাজারে সার্বিক ভাবে মোবাইল ব্যবহারের মাসুল কমে গিয়েছিল। পরে জিয়ো-সহ সব সংস্থারই মাসুল বেড়েছে। ফলে খরচ বেড়েছে গ্রাহকের। ওই মহলের ইঙ্গিত, একই ছবি এআই ভিত্তিক পরিষেবা চালুর প্রচারে। যেখানে আপাতত গ্রাহকদের তা ধাপে ধাপে বিনামূল্যে দেওয়ার কথা বলেছেন মুকেশ। পরিষেবাগুলির মধ্যে রয়েছে, গ্রাফিক্স, ভিডিয়ো-সহ বিভিন্ন কাজ করতে জেমিনি ২.৫, নোটবুক এলএমজি, ন্যানো প্রযুক্তি। তবে সব ক্ষেত্রেই গ্রাহককে ভবিষ্যতে মোটা টাকা গুনতে হবে পারে বলে আশঙ্কা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)