Advertisement
E-Paper

জিও-র প্রাইম মেম্বার হলে আরও তিন মাস আনলিমিটেড ডেটা পাবেন গ্রাহক!

জিও-র তরফে আপনার জন্য আরও একটা সুখবর। সামার সারপ্রাইজ এবং ধন ধনা ধন-এর পর এ বার ফের নতুন অফার আনতে চলেছে রিলায়েন্স জিও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ১৬:৪৬
নতুন এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন। ছবি: রয়টার্স।

নতুন এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন। ছবি: রয়টার্স।

আপনি যদি জিও প্রাইমের সদস্য হয়ে থাকেন, তা হলে জিও-র তরফে আপনার জন্য আরও একটা সুখবর। সামার সারপ্রাইজ এবং ধন ধনা ধন-এর পর এ বার ফের নতুন অফার আনতে চলেছে রিলায়েন্স জিও।

সম্প্রতি ৩৯৯ টাকার নতুন একটি প্ল্যান আনা হবে বলে জিও-র তরফে জানানো হয়েছে। এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন। প্রতিদিন ১ জিবি করে ফোর জি ডেটা এবং আনলিমিটেড ভয়েস কল ও মেসেজ পরিষেবা পাওয়া যাবে এই অফারে। তবে শুধুমাত্র প্রাইম সদস্যরাই এই সুযোগ পাবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন: স্ন্যাপডিল কিনতে ফের প্রস্তাব চলতি সপ্তাহেই

জিও-র প্রিপেড প্রাইম সদস্যদের জন্য ডেটা প্ল্যান

শুধু তাই নয়, এর আগে জিও-র ৩০৯ টাকার রিচার্জের বৈধতা ছিল ২৮ দিন পর্যন্ত। এ বার সেই বৈধতাও বাড়িয়ে ৫৬ দিন পর্যন্ত করল এই মুহূর্তে দেশের অন্যতম বড় ও জনপ্রিয় টেলিকম সংস্থা।

জিও-র পোস্টপেড প্রাইম সদস্যদের জন্য ডেটা প্ল্যান

মার্চের প্রথম দিকে প্রাইম সদস্য পদ চালু করেছিল রিলায়েন্স জিও। সেই সময় বেশির ভাগ গ্রাহকই প্রাইম সদস্যের আওতায় নিজেদের নম্বর নথিভুক্ত করেছিলেন। সেই সময়ই জিও-র তরফে জানানো হয়েছিল, প্রাইম সদস্যদের জন্য ভবিষ্যতেও লোভনীয় অফার আনবে সংস্থা।

সেই মতো আজ, বুধবার থেকেই নতুন এই অফার আনছে রিলায়েন্স জিও।

Reliance Jio Jio Jio Prime Members New Plan Offer জিও রিলায়েন্স জিও
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy