Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জিও-র সিদ্ধান্তে শেয়ার দর উঠল টেলি সংস্থাগুলির

গত বৃহস্পতিবার মুরত লেনদেনের দিন সেনসেক্স ১৯৪ পয়েন্ট খোয়ানের পর টানা তিন দিন বাজার বন্ধ ছিল। এ দিন লেনদেন ফের চালু হলে সেনসেক্স ১১৬.৭৬ পয়েন্ট বেড়ে থামে ৩২,৫০৬.৭২ অঙ্কে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০২:২৫
Share: Save:

রিলায়্যান্স জিও তাদের পরিষেবা খরচ বাড়ানোয় প্রতিযোগিতায় ফিরবে দেশের বাকি টেলি সংস্থাগুলি। অন্তত তেমনটাই আশা শেয়ার বাজারের লগ্নিকারীদের। যার জেরে সোমবার রিলায়্যান্স ছাড়াও, অন্য টেলি সংস্থা-গুলির শেয়ার দর উল্লেখযোগ্য ভাবে বাড়ল। যা টেনে তুলল সূচককেও।

গত বৃহস্পতিবার মুরত লেনদেনের দিন সেনসেক্স ১৯৪ পয়েন্ট খোয়ানের পর টানা তিন দিন বাজার বন্ধ ছিল। এ দিন লেনদেন ফের চালু হলে সেনসেক্স ১১৬.৭৬ পয়েন্ট বেড়ে থামে ৩২,৫০৬.৭২ অঙ্কে। আর নিফ্‌টি আগের দিনের থেকে ৩৮.৩০ পয়েন্ট বেড়ে শেষ হয় ১০,১৮৪.৮৫ অঙ্কে।

এক বছর আগে প্রথমে নিখরচায় ও পরে নামমাত্র খরচে পরিষেবা চালু করে মুকেশ অম্বানীর জিও কোণঠাসা করে ফেলেছিল বাকি টেলি সংস্থাগুলিকে। সম্প্রতি জিও পরিষেবার খরচ বাড়িয়েছে। ফলে এ বার বাকি টেলি সংস্থাগুলি প্রতিযোগিতায় ফিরে বাজারে দখল বাড়াতে পারবে বলে আশা বাজারের। যার জেরে এই দিন রিলায়্যান্সের শেয়ার দর যেখানে বেড়েছে ৩.৩% সেখানে এয়ারটেলের শেয়ারের দাম ৫.৮% বেড়ে গিয়েছে। গত ৮ বছরের মধ্যে তাদের শেয়ার দর এতটা আগে বাড়েনি।

পিছিয়ে নেই আইডিয়া সেলুলারও। এ দিন তাদের শেয়ার দর বেড়েছে ৮.৮%। আর রিলায়্যান্স কমিউনিকেশন্সের ৯.৫%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

JIO Share market telecom companies
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE