Advertisement
১১ মে ২০২৪

স্লোভাকিয়ায় কারখানা গড়বে জেএলআর

সারা বিশ্বে নিজেদের গাড়ি বিক্রি বাড়াতে চায় জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)। তাই গত অক্টোবরে চিনের পরে, এ বার ব্রিটেনের সীমানা পেরিয়ে স্লোভাকিয়া-তে নতুন কারখানা গড়তে ঝাঁপাল টাটা গোষ্ঠীর এই ব্রিটিশ গাড়ি-ব্র্যান্ডটি। এ জন্য ইতিমধ্যেই স্লোভাক সরকারের সঙ্গে সই হয়েছে ইচ্ছাপত্র (লেটার অব ইন্টেন্ট)।

শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৫ ০২:০২
Share: Save:

সারা বিশ্বে নিজেদের গাড়ি বিক্রি বাড়াতে চায় জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)। তাই গত অক্টোবরে চিনের পরে, এ বার ব্রিটেনের সীমানা পেরিয়ে স্লোভাকিয়া-তে নতুন কারখানা গড়তে ঝাঁপাল টাটা গোষ্ঠীর এই ব্রিটিশ গাড়ি-ব্র্যান্ডটি। এ জন্য ইতিমধ্যেই স্লোভাক সরকারের সঙ্গে সই হয়েছে ইচ্ছাপত্র (লেটার অব ইন্টেন্ট)। সংস্থার দাবি, পশ্চিম স্লোভাকের শহর নিত্রা-এ কারখানা তৈরি করা যাবে কিনা, এই মুহূর্তে তারই সম্ভাব্যতা খতিয়ে দেখছে তারা। জেএলআর চায় সেখানে এমন এক কারখানা গড়তে, ২০১৮ সালে উৎপাদন শুরুর পরে এক দশকের মধ্যে যেখানে বছরে ৩ লক্ষ পর্যন্ত গাড়ি তৈরির ক্ষমতা অর্জন করা যাবে।

জেএলআর কর্তৃপক্ষ মনে করছেন, ব্রিটেনের কারখানার উপর বাড়তি নির্ভরতা কমাতে সাহায্য করবে এই পদক্ষেপ। বিশেষত স্লোভাকিয়ায় যেখানে কর্মী খাতে খরচও পড়বে অনেক কম, গড়ে ঘণ্টায় ১০ ইউরোর নীচে, ব্রিটেনের অর্ধেকের থেকেও যা কম। সংস্থার দাবি, নজরকাড়া পরিকাঠামো এবং উন্নত সরবরাহ ব্যবস্থার কারণেও ইউরোপ, মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর বিভিন্ন জায়গাকে বাতিল করে নিত্রাকেই বেছে নিতে চায় তারা।

উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন গাড়ি সংস্থারই পছন্দের গন্তব্য স্লোভাকিয়া। ইতিমধ্যেই জার্মানির ফোক্সভাগেন, দক্ষিণ কোরিয়ার কিয়া ও ফ্রান্সের পুজো সাইট্রনের মতো সংস্থা পা রেখেছে সেখানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE