Advertisement
E-Paper

বিশ্ব জুড়ে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পথে মাইক্রোসফ্‌ট! কারণ কী?

গুগ্‌ল ও অ্যাপ্‌লের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকতে কৃত্রিম মেধায় বিপুল বিনিয়োগে জোর দিয়েছে মাইক্রোসফ্‌ট। সে কারণে অন্য দিকে খরচ কমাতে কর্মী সঙ্কোচনের এই অপ্রিয় অথচ জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মে ২০২৫ ১৮:০১
Microsoft is cutting approximately 6,800 roles

—প্রতীকী ছবি।

বিশ্বব্যাপী বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে টেক জায়ান্ট মাইক্রোসফ্‌ট। প্রায় সাত হাজার কর্মী ছাঁটাই করার কথা ঘোষণা করেছে বহুজাতিক মার্কিন সংস্থা়টি। এর ফলে মোট কর্মীসংখ্যার তিন শতাংশ কমে যাবে মাইক্রোসফ্‌টে। ২০২৩ সালের পর চলতি বছরে বৃহৎ পরিসরে কর্মীর সংখ্যা কমানোর কথা ঘোষণা করল তথ্যপ্রযুক্তি সংস্থাটি। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, সংস্থা ঢেলে সাজার লক্ষ্যে চলতি বছর প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন আনার চেষ্টা চলছে। পরিচালনায় গতি আনতেই কর্মী সঙ্কোচনের এই অপ্রিয় অথচ জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

ভবিষ্যৎ বাণিজ্য পরিকল্পনার রূপরেখাও স্পষ্ট করেছে মাইক্রোসফ্‌ট। গুগ্‌ল ও অ্যাপ্‌লের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে যুদ্ধে টিকে থাকতে কৃত্রিম মেধায় বিপুল বিনিয়োগে জোর দিয়েছে মাইক্রোসফ্‌ট। সে কারণে অন্য দিকে খরচ কমাতে চাইছে তারা। এমনটাই সূত্রের খবর। কৃত্রিম মেধা ও ক্লাউড কম্পিউটিংয়ের ক্রমবর্ধমান চাহিদার কারণে সে দিকে মনোযোগ দিতে চায় সংস্থাটি। কী ভাবে নতুন প্রযুক্তি ও ক্ষমতা বেশি ব্যবহার করা যায় সেই দিকে নজর রাখছে তারা। খরচ নিয়ন্ত্রণের জন্যই ছাঁটাইয়ের পথে হাঁটার সিদ্ধান্ত বলে জানিয়েছে মাইক্রোসফ্‌ট। জুনের হিসেব অনুযায়ী, ২ লক্ষ ২৮ হাজার স্থায়ী কর্মী রয়েছেন মাইক্রোসফ্‌টে।

২০২৩ সালে ১০ হাজার কর্মীকে বাদ দেওয়ার পর এটিই এই সংস্থার সবচেয়ে বড় ছাঁটাই। চলতি বছরের জানুয়ারিতে বেশ কিছু সংখ্যক কর্মী চাকরি হারিয়েছিলেন। যদিও সেই সংখ্যা বিশাল কিছু নয়। কর্মী সঙ্কোচনের ঘোষণা করলেও এপ্রিলের শেষ প্রান্তিকে ২৫৮০ কোটি ডলার নিট মুনাফা করেছে সত্য নাদেলার সংস্থা।

Job Cut Microsoft
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy