Advertisement
E-Paper

ট্রাম্প হাত টানতেই জন্‌স হপকিন্সে হাহাকার, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএসএআইডি থেকে অনুদান আসা বন্ধ হওয়ায় বিপাকে বাল্টিমোরের জন্‌স হপকিন্স বিশ্ববিদ্যালয়। রাতারাতি প্রায় দু’হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

Layoff

—প্রতীকী ছবি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৫ ১১:৫৫
Share
Save

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সরকারি অনুদান বন্ধ হতেই বিপাকে জন্‌স হপকিন্স বিশ্ববিদ্যালয়। রাতারাতি দু’হাজারের বেশি কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিল এই শিক্ষা প্রতিষ্ঠান। আমেরিকার বাল্টিমোরে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের গবেষণার ব্যাপারে বেশ সুনাম রয়েছে। এ-হেন জন্‌স হপকিন্স বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে এত সংখ্যক কর্মী ছাঁটাইয়ের ঘটনা আর নেই।

সম্প্রতি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ৮০ কোটি ডলার অনুদান বন্ধ করেছে ট্রাম্প প্রশাসন। তার পরই কর্মী ছাঁটাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাল্টিমোরের সুবিখ্যাত জন্‌স হপকিন্স বিশ্ববিদ্যালয়। সূত্রের খবর, চাকরি হারানো কর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন ২৪৭ জন। এ ছাড়া ৪৪টি দেশের ১,৯৭৫ জনকে বরখাস্ত করা হয়েছে। এই ছাঁটাইয়ের জেরে জন্‌স হপকিন্স অনুমোদিত ব্লুমবার্গ স্কুল অফ পাবলিক হেল্‌থ, স্কুল অফ মেডিসিন এবং ঝপিগো নামের একটি অলাভজনক স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ বিভাগগুলি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

কর্মীদের এ ভাবে বরখাস্ত করার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিবৃতি দিয়েছে বাল্টিমোরের ওই শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে তারা বলেছেন, ‘‘আমাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সরকারি তহবিল থেকে টাকা আসা বন্ধ হওয়ায় কর্মী ছাঁটাই ছাড়া দ্বিতীয় রাস্তা খোলা ছিল না। স্থানীয় এবং আন্তর্জাতিক বহু গবেষণালব্ধ কাজ আপাতত বন্ধ রাখতে বাধ্য হচ্ছি।’’

চলতি বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পরই ‘মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা’ (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট বা ইউএসএআইডি) থেকে আর্থিক অনুদান দেওয়া সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিশ্লেষকদের একাংশের দাবি, ‘কিচেন ক্যাবিনেট’-এর সদস্য তথা ধনকুবের শিল্পপতি ইলন মাস্কের পরামর্শে এই পদক্ষেপ করেছেন তিনি। এত দিন বাল্টিমোরের জন্‌স হপকিন্স বিশ্ববিদ্যালয়টিও এই ইউএসএআইডি তহবিল থেকে বিপুল টাকা পেয়ে আসছিল। সেই অনুদান বন্ধ হওয়ায় চাপে পড়েছেন তারা।

মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়েছেন, প্রশাসনিক স্তরে ছ’সপ্তাহ ধরে পর্যালোচনার পর ৮০ শতাংশ ইউএসএআইডি বাতিল করা হয়েছে। পাশাপাশি, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলির উপর নজরদারি জোরদার করেছে ট্রাম্প সরকার। জন্‌স হপকিন্স-সহ মোট ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্যাম্পাসে প্যালেস্টাইনের সমর্থনে বিক্ষোভের ঘটনার তদন্তে নামার নির্দেশ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের দাবি, সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলি থেকে আমেরিকায় ইহুদি বিদ্বেষকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে।

Job Cuts Johns Hopkins University Donald Trump US Agency for International Development

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}