Advertisement
০৪ ডিসেম্বর ২০২৩

চটকলে দৈনিক মজুরি আপাতত ৩২৭ টাকা

ফেব্রুয়ারি থেকে নতুন চটকল শ্রমিকদের ৩২৭ টাকা করে দৈনিক মজুরি দিতে হবে মালিকদের।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৪২
Share: Save:

এ মাস থেকেই চটকল শ্রমিকদের অন্তর্বর্তীকালীন ভাতা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের শ্রম দফতর। চটকল মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি না হওয়া পর্যন্ত দৈনিক ৭০ টাকা মজুরি বৃদ্ধির কথা বলা হয়েছে সেখানে। ফলে ফেব্রুয়ারি থেকে নতুন চটকল শ্রমিকদের ৩২৭ টাকা করে দৈনিক মজুরি দিতে হবে মালিকদের। যাঁরা এর কম পান, তাঁদেরও ওই হারে মজুরি দেওয়ার কথা বলা হয়েছে।

বেশ কিছু দিন ধরেই বেতন বৃদ্ধি-সহ বিভিন্ন আর্থিক সুবিধার দাবি জানাচ্ছে রাজ্যের চটকল শ্রমিক ইউনিয়নগুলি। জানুয়ারিতে মালিক ও শ্রমিক সংগঠনগুলিকে ত্রিপাক্ষিক বৈঠকে ডেকেওছিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক। সূত্রের খবর, ওই দিনই রাজ্য ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তীকালীন বেতন কাঠামো বৃদ্ধির প্রস্তাব দেয়। শিল্পের দাবি ছিল, ২০১৫ সালের এপ্রিলে যে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের শেষ চুক্তি হয়েছিল, শুধু তাঁদের জন্যই এই প্রস্তাব। শ্রম দফতরের বিজ্ঞপ্তিতে অবশ্য তেমন কোনও নির্দিষ্ট সময় বলা নেই। প্রসঙ্গত, মাস খানেক আগে ইউনিয়নগুলি যে দাবি-সনদ পেশ করেছিল, তাতে শ্রমিকদের বেতন গড়ে মাসিক ১৮ হাজার টাকা করার কথা বলা হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE