Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Jute

Jute: মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি চট শিল্পের

দাম নিয়ন্ত্রণে রাখতে গত ১ অক্টোবর থেকে প্রতি কুইন্টাল কাঁচাপাটের সর্বোচ্চ মূল্য ৬৫০০ টাকায় বেঁধে দেন জুট কমিশনার।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২১ ০৬:১৫
Share: Save:

কাঁচা পাটের জোগান সঙ্কটের সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে বুধবার তাঁকে চিঠি দিল চটকল মালিকদের সংগঠন ইন্ডিয়ান জুট মিলস অ্যাসোসিয়েশন (আইজেএমএ)। তাদের বক্তব্য, বেআইনি মজুতদারির কারণে কেন্দ্রের বেঁধে দেওয়া দামে কাঁচা পাট চাহিদা মতো মিলছে না। ইতিমধ্যেই পাঁচটি চটকল বন্ধ হয়েছে। কর্মহীন হয়েছেন প্রায় ১২,০০০ মানুষ। সমাধানসূত্র না মিললে জানুয়ারিতেই বন্ধ হতে পারে আরও ১৫টি মিল। যেখানে কর্মরত প্রায় ৫০,০০০ কর্মী।

এ দিনই হাওড়ার টেপকন ইন্টারন্যাশনাল জুট মিল বন্ধ হয়েছে। কারখানার গেটে দেওয়া নোটিসে মিল কর্তৃপক্ষ জানান, কাঁচা পাটের অভাবেই সাময়িক ভাবে উৎপাদন বন্ধ করতে তাঁরা বাধ্য হলেন। মিল বন্ধ থাকাকালীন কর্মীরা বেতন পাবেন না। সেখানে কর্মী সংখ্যা ৩৫০০।

দাম নিয়ন্ত্রণে রাখতে গত ১ অক্টোবর থেকে প্রতি কুইন্টাল কাঁচাপাটের সর্বোচ্চ মূল্য ৬৫০০ টাকায় বেঁধে দেন জুট কমিশনার। চটকল মালিকদের দাবি, প্রতি কুইন্টাল কাঁচা পাট ৭২০০-৭৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, বেআইনি মজুতদারির জন্যই কালোবাজারে দাম বাড়ছে। চটকল মালিকদের বক্তব্য, বেশি দামে কাঁচা পাট কিনে কেন্দ্রের দরের ভিত্তিতে চটের বস্তা বিক্রি করতে হলে ক্ষতির মুখে পড়বে চটকলগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jute Jute Mill Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE