১০ জন শিশুর হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার এবং চিকিৎসার দায়িত্ব নিল খুকুমণি ব্র্যান্ড। পশ্চিমবঙ্গ তথা ভারতের আলতা-সিঁদুর প্রস্তুতকারক প্রখ্যাত এই সংস্থা রোটারি ক্লাব অফ ক্যালকাটা ওল্ড সিটির সুরজিৎ কালার সঙ্গে যৌথ ভাবে ওই ১০ শিশুর চিকিৎসার দায়িত্ব নিয়েছে।
অবশ্য অতীতেও খুকুমণি ব্র্যান্ড বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে। পূর্বসূরিদের সেই ঐতিহ্য বজায় রেখে চলেছেন তৃতীয় প্রজন্ম অরিত্র রায়চৌধুরী, রিয়া রায়চৌধুরী এবং দূর্বা রায়চৌধুরী। খুকুমণি ব্র্যান্ডের তরফে ‘সেভেন ওসিয়ান’ নামে নতুন একটি ব্র্যান্ডও তৈরি করা হয়েছে। সেই ব্র্যান্ড সম্প্রতি বাজারে এনেছে লিপস্টিক এবং বডি অয়েল।
১৯৭১ সালে অধুনা প্রয়াত গোপীকান্ত রায়চৌধুরী, শ্রীকান্ত রায়চৌধুরী এবং সন্ধ্যা রায়চৌধুরীর হাত ধরে খুকুমণি ব্র্যান্ডের পথচলা শুরু হয়। প্রথমে কেবল আলতা এবং সিঁদুর প্রস্তুত করত এই সংস্থা। উৎকৃষ্ট মানের জিনিস তৈরি করার জন্য পাঁচ দশকেরও বেশি সময় ধরে খুকুমণি ব্র্যান্ড সর্বভারতীয় ক্ষেত্রে পরিচিত।
পরবর্তী সময়ে সংস্থার চেয়ারম্যান প্রদীপ রায়চৌধুরী এবং ডিরেক্টর সোমা রায়চৌধুরী পূর্বসুরীদের পদক্ষেপ অনুসরণ করেই উৎপাদিত পণ্যের গুণগত মানকে আরও উন্নত করেছেন এবং সেগুলি পৌঁছে দিয়েছেন বিভিন্ন ক্রেতাদের হাতে। স্রেফ ব্যবসায়িক উন্নতি খুকুমণি ব্র্যান্ডের পাথেয় নয়।