Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Kolkata

কলকাতার সঙ্গে জুড়বে অসমের রূপসী

রূপসী যেহেতু ছোট শহর, সেখানে বিমানবন্দরও ছোট। তাই যে উড়ান সংস্থা তুলনায় ছোট বিমান চালাচ্ছে, তারাই এই শহরে যাতায়াত করতে পারবে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২০ ০১:৪০
Share: Save:

আঞ্চলিক উড়ান প্রকল্প (আরসিএস)-এ অসমের রূপসীর সঙ্গে এ বার সরাসরি উড়ান সংযোগ হতে চলেছে কলকাতার। বৃহস্পতিবার বিমান মন্ত্রক আরসিএস-এর চতুর্থ পর্যায়ের উড়ানসূচি ঘোষণা করেছে। সেখানে উত্তর-পূর্ব ভারত, পাহাড়ি অঞ্চল এবং দ্বীপ এলাকা থেকে ছোট ছোট রুটের নতুন ৭৮টি উড়ান চালুর কথা বলা হয়েছে। এর মধ্যে লাক্ষাদ্বীপের কাভারাত্তির জলবন্দরও রয়েছে। জল থেকে নামাওঠা করতে পারে এমন উভচর বিমান চলবে কাভারাত্তিতে।

রূপসী যেহেতু ছোট শহর, সেখানে বিমানবন্দরও ছোট। তাই যে উড়ান সংস্থা তুলনায় ছোট বিমান চালাচ্ছে, তারাই এই শহরে যাতায়াত করতে পারবে। কলকাতা ছাড়া গুয়াহাটির সঙ্গেও রূপসীর সরাসরি উড়ান সংযোগ হবে বলে মন্ত্রক জানায়। অসমের মিসা এবং গেলেকি থেকে আরসিএস প্রকল্পে হেলিকপ্টার পরিষেবা চালুর কথা জানিয়েছে কেন্দ্র।

এই আঞ্চলিক উড়ান প্রকল্পে এমন সব শহরকে যোগ করা হচ্ছে, যেখানে আগে উড়ান পরিষেবা ছিলই না। অথবা ছোট আকারে পরিষেবা ছিল। রূপসী থেকে এর আগে কখনও উড়ান পরিষেবা চালু হয়নি। মিসা ও গেলেকিও একেবারে নতুন। অরুণাচল প্রদেশের তেজু থেকেও চতুর্থ পর্যায়ে উড়ান পরিষেবা চালু হতে চলেছে। সেখান থেকেও এর আগে বিমান চলেনি।

আরও পড়ুন: ২৩ কোটি ডলারের শেয়ার কর্মীদের বিলিয়ে দিলেন মার্কিন উদ্যোগপতি

অরুণাচলের পাসিঘাট বিমানবন্দরও রয়েছে তালিকায়। তবে পাসিঘাটে আগে থেকে উড়ান পরিষেবা ছিল। ছত্তীসগড়ের বিলাসপুর বিমানবন্দর থেকেও এই প্রথম উড়ান চালু হতে চলেছে।

আরসিএস-এর চতুর্থ পর্যায়ে লাক্ষাদ্বীপের মিনিকয় থেকেও উড়ান চলবে। সেটিও আনকোরা নতুন বিমানবন্দর। লাক্ষাদ্বীপের আগাত্তির নাম রয়েছে তালিকায়। সেখানে আগে থেকে উড়ান পরিষেবা ছিল। এ ছাড়া হরিয়ানার হিসার বিমানবন্দর থেকেও এই প্রথম উড়ান চালু করার কথা ঘোষণা করল কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Assam Rupsi Flight
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE