আমেরিকার তথ্যপ্রযুক্তি বহুজাতিক কগনিজ়্যান্টের শাখা সংস্থা ট্রাইজ়িটো ভারতের দ্বিতীয় বৃহত্তম তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের বিরুদ্ধে মামলা করল। আমেরিকার টেক্সাসের একটি আদালতে ট্রাইজ়িটোর অভিযোগ, তাদের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সফ্টওয়্যারের তথ্য এবং ব্যবসায়িক কৌশলের তথ্য চুরি করেছে বেঙ্গালুরুর সংস্থাটি। ইনফোসিস অবশ্য বিবৃতি জারি করে অভিযোগ অস্বীকার করেছে। জানিয়েছে, আদালতে এর মোকাবিলা করা হবে।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সম্প্রতি ইনফোসিসের প্রাক্তন কর্তা রাজেশ ভারিয়ারকে গ্লোবাল হেড পদে এনেছে কগনিজ়্যান্ট। তিনি ভারতীয় শাখারও সিএমডি। তা ছাড়া কগনিজ়্যান্টের সিইও রবি কুমার এস-ও ইনফোসিসের প্রাক্তন কর্তা। এই প্রেক্ষিতে মামলাটির তাৎপর্য বেড়েছে। তা ছাড়া কগনিজ়্যান্টের বিপুল সংখ্যক কর্মী তাদের ভারতীয় শাখাগুলিতে কর্মরত।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)