Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Business

বাজারদরের চেয়ে কম বেতন পাচ্ছেন? খোঁজ দেবে লিঙ্কডইন

অফিসকে যতটা দিচ্ছেন, ততটাই কি ফেরত পাচ্ছেন? বেশির ভাগ ক্ষেত্রেই দাবি করা হয়, অফিস ন্যায্য ‘মূল্য’ দিচ্ছে না। যতটা পরিশ্রম করা হচ্ছে, বিনিময়ে পাওয়া যাচ্ছে তার সিকি ভাগ। কিন্তু এই দাবি কতটা ঠিক? সত্যিই কি আপনি আরও বেশি পাওয়ার যোগ্য?

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৬ ১৭:২৫
Share: Save:

অফিসকে যতটা দিচ্ছেন, ততটাই কি ফেরত পাচ্ছেন? বেশির ভাগ ক্ষেত্রেই দাবি করা হয়, অফিস ন্যায্য ‘মূল্য’ দিচ্ছে না। যতটা পরিশ্রম করা হচ্ছে, বিনিময়ে পাওয়া যাচ্ছে তার সিকি ভাগ। কিন্তু এই দাবি কতটা ঠিক? সত্যিই কি আপনি আরও বেশি পাওয়ার যোগ্য? এই প্রশ্নের উত্তর দিতে এ বার হাজির লিঙ্কডইন এবং গ্লাসডোর। একই পদে থাকা বিভিন্ন সংস্থার কর্মীরা একই বেতন বা সুযোগ সুবিধা পাচ্ছেন কি না তা দেখতে বিশেষ একটি টুল এনেছে এই ওয়েবসাইটগুলি। লগ ইন করলে ইউজার যাচাই করে নিতে পারবে যাবতীয় তথ্য।

পেশাদারদের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হিসাবে বহু দিন ধরেই বেশ জনপ্রিয় লিঙ্কডইন। এখানে প্রোফাইল তৈরি করে ইউজাররা বিভিন্ন কাজের খোঁজ খবর তো পানই, একই সঙ্গে বিভিন্ন সংস্থার হরেক প্রয়োজনের খবরও মেলে এই সাইট থেকে। লিঙ্কডইনের মুখপাত্র ড্যান শাপেরো বলেন, “আমরা আমাদের ইউজারদের অনুরোধ করছি তাঁদের বেতন কাঠামো সাইটে আপলোড করতে। এর ফলে বাকিরা বুঝতে পারবেন বাজার দরের চেয়ে তাঁরা ঠিক কতটা কম পাচ্ছেন।” ইতিমধ্যেই বেশ কিছু প্রোফাইলে বেতন আপডেট করা হয়েছে বলেও জানান তিনি। কিন্তু সবাই কি তাঁর বেতন জানাতে আগ্রহ দেখাবেন? এই সমস্যার কথা স্বীকার করে ড্যান বলেন, “হয়ত এখনই সবাই বেতন আপডেট করবেন না। কিন্তু এখান থেকে একটা আভাস অবশ্যই মিলবে। আমরা আশা করছি সুবিধাটা বুঝতে পারলে অনেকেই এই নতুন টুল ব্যবহার করা শুরু করবে।”

তবে লিঙ্কডইনই প্রথম নয়। কয়েক দিন আগে প্রায় একই রকম টুল এনেছে আর এক প্রফেশনাল সোশ্যাল সাইট গ্লাসডোরও। দু’ক্ষেত্রেই ইউজারদের তথ্য গোপন রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন:
এই সব ওয়েবসাইট খুললে ৩ বছরের জেল হতে পারে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

LinkedIn Glassdoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE