Advertisement
২০ এপ্রিল ২০২৪

ব্যাঙ্কে ১৫ দিনে ১০.১৬% বাড়ল ঋণপ্রদান, আমানত ১১.৮৫%

গত ১৫ মে শেষ হওয়া ১৫ দিনে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে গ্রাহকদের ঋণ দেওয়ার হার বেড়েছে ১০.১৬%। দাঁড়িয়েছে ৬৬,৩২,১০১ কোটি টাকায়। এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর একই সময় প্রদত্ত ঋণের পরিমাণ ছিল ৬০,২০,৩১২ কোটি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৮ মে ২০১৫ ০১:২৮
Share: Save:

গত ১৫ মে শেষ হওয়া ১৫ দিনে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে গ্রাহকদের ঋণ দেওয়ার হার বেড়েছে ১০.১৬%। দাঁড়িয়েছে ৬৬,৩২,১০১ কোটি টাকায়। এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। গত বছর একই সময় প্রদত্ত ঋণের পরিমাণ ছিল ৬০,২০,৩১২ কোটি।

অন্য দিকে, ওই ১৫ দিনে ব্যাঙ্কগুলিতে আমানত বা জমার পরিমাণ ১১.৮৫% বেড়ে পৌঁছেছে ৮৭,৩৯,৬১০ কোটি টাকায়। গত বছর একই সময় যা ছিল ৭৮,১৩,৫৩৬ কোটি। উল্লেখ্য, ব্যাঙ্কে আমানত আবার দু’রকমের হতে পারে। যে কোনও সময় টাকা তোলার সুবিধাসম্পন্ন ডিমান্ড ডিপোজিট। যেমন, সেভিংস অ্যাকাউন্ট। আর নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রাহকদের জমা রাখা টাকা, অর্থাৎ টাইম ডিপোজিট বা মেয়াদি জমা। যেমন, ফিক্সড ডিপোজিট। শীর্ষ ব্যাঙ্কের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই সময় ডিমান্ড ডিপোজিট ৯.৮৪% বেড়ে দাঁড়িয়েছে ৭,৮৭,৯৯৮ কোটিতে। আর টাইম ডিপোজিট ১২.০৫% বেড়ে হয়েছে ৭৯,৫১,৬১৭ কোটি। আগের বছর একই সময় এই দু’টি জমার পরিমাণ ছিল যথাক্রমে ৭,১৭,৪০৫ কোটি ও ৭০,৯৬,১৩১ কোটি টাকা।

প্রসঙ্গত, গত অর্থবর্ষ অর্থাৎ ২০১৪-’১৫ সালে বাণিজ্যিক ব্যাঙ্কগুলির ঋণ দেওয়ার পরিমাণ বেড়েছিল ১২.৬% হারে। আর ১২.৮% বেড়েছিল আমানতের পরিমাণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE