Advertisement
E-Paper

ভোটের মরসুমে কালো টাকায় কড়া নজরদার

রাজ্যে প্রায় ২০০ জন আয়কর অফিসার ও কর্মীকে নিয়োগ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ০৮:২৯
কালো টাকার হদিশ পেতে কোনও ব্যক্তি মোটা নগদ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন খবর পেলে, আয়কর দফতরের কর্মীরা সেই টাকা-সহ ওই ব্যক্তিকে আটক করতে পারেন।

কালো টাকার হদিশ পেতে কোনও ব্যক্তি মোটা নগদ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন খবর পেলে, আয়কর দফতরের কর্মীরা সেই টাকা-সহ ওই ব্যক্তিকে আটক করতে পারেন।

ভোটের সময় কালো টাকার ব্যবহার আটকাতে বিশেষ প্রস্তুতি নিয়েছে আয়কর দফতর। এ জন্য রাজ্যে প্রায় ২০০ জন আয়কর অফিসার ও কর্মীকে নিয়োগ করা হয়েছে। সম্প্রতি আয়কর দফতরের প্রিন্সিপাল ডিরেক্টর (ইনভেস্টিগেশন) আশিস বর্মা বলেন, ‘‘ভোটে কালো টাকার ব্যবহার রুখতে নগদ লেনদেনে কড়া নজর রাখার সিদ্ধান্ত হয়েছে। রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য অফিসার ও কর্মীদের আলাদা আলাদা দল গঠন করেছে আয়কর দফতর।’’

ভোটদান শেষ হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে। পুরো ব্যবস্থাটি পরিচালিত হবে ডিরেক্টর জেনারেল অব ইনকাম ট্যাক্সের নেতৃত্বে। এর আওতায় ইতিমধ্যেই কলকাতা থেকে ৩ কোটি টাকা নগদ আটকও হয়েছে।

কালো টাকার হদিশ পেতে কোনও ব্যক্তি মোটা নগদ নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন খবর পেলে, আয়কর দফতরের কর্মীরা সেই টাকা-সহ ওই ব্যক্তিকে আটক করতে পারেন। টাকার মালিক কে এবং তা কোথা থেকে এল, সেই সংক্রান্ত নথি দেখাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। না দেখাতে পারলে টাকা বাজেয়াপ্ত করবে দফতর। বর্মা জানান, ‘‘সাধারণ পরিস্থিতিতে পুলিশকে কোনও টাকা আটক করতে হলে আদালতের আগাম অনুমতি নিতে হয়। তবে যত দিন কর্মসূচি চলবে, তত দিন সায় দেওয়ার ক্ষমতা থাকবে আয়কর দফতরেরই হাতে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

কালো টাকা ধরতে আয়কর দফতর বিভিন্ন ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গেও বৈঠক করেছে বলে জানান বর্মা। বলেন, মোটা অঙ্কের নগদ জমা পড়লেও, সংশ্লিষ্ট ব্যাঙ্ক আয়কর দফতরকে তা জানাবে।

সাধারণ মানুষের থেকে সন্দেহজনক নগদ টাকার খরব পেতে টোল ফ্রি নম্বরও চালু করেছে আয়কর দফতর। সেটি হল: ১৮০০-৩৪৫-৫৫৪৪। এ ছাড়া দু’টি মোবাইল নম্বরের মাধ্যমেও খবর জানানো যাবে। নম্বর দু’টি হল: ৬২৮৯৭-০২৯২২ এবং ৬২৮৯৭-০৪১৪৬। বর্মা বলেন, যিনি খবর দেবেন, তাঁর নাম গোপন

রাখা হবে।

Income Tax Black Money Lok Sabha Election 2019 লোকসভা ভোট ২০১৯
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy