Advertisement
১১ মে ২০২৪

রাহুলের তাস স্টার্ট-আপও

রাহুল এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁরা ক্ষমতায় এলে অগ্রাধিকার দেবেন দেশীয় শিল্পের উন্নতিতে। অর্থনীতিকে চাঙ্গা করতে সমস্ত নতুন ব্যবসাকে মুক্তি দেবেন লাল ফিতের ফাঁস থেকে।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ছবি পিটিআই।

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ছবি পিটিআই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ০২:৩৯
Share: Save:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষকদের জন্য আর্থিক সাহায্যের প্রকল্প ঘোষণার পরে রাহুল গাঁধী পাল্টা চেলেছিলেন ন্যায় প্রকল্পের ঘুঁটি। এ বার তরুণ প্রজন্মকে কাছে টানতে নতুন তাস খেললেন কংগ্রেস সভাপতি। প্রতিশ্রুতি দিলেন, ক্ষমতায় আসলে নতুন ব্যবসা (স্টার্ট-আপ) শুরুর জন্য একগুচ্ছ সুযোগ-সুবিধা দেবেন। যা মোদীর স্টার্ট আপ ইন্ডিয়ার প্রতি চ্যালেঞ্জ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। যে প্রকল্পের কথা এক সময় ঢাক পিটিয়ে ঘোষণা করেছিল কেন্দ্র। কিন্তু কংগ্রেসের দাবি ছিল, সেটাও বর্তমান সরকারের আর এক জুমলা। অনেকের মতে, শুধু তা নিয়ে সরকারকে বেঁধার বদলে ক্ষমতায় এলে কংগ্রেস কী করবে, এ দিন তার ধারণা দেওয়ার চেষ্টা করেছেন রাহুল।

রাহুল এক সাক্ষাৎকারে বলেছেন, তাঁরা ক্ষমতায় এলে অগ্রাধিকার দেবেন দেশীয় শিল্পের উন্নতিতে। অর্থনীতিকে চাঙ্গা করতে সমস্ত নতুন ব্যবসাকে মুক্তি দেবেন লাল ফিতের ফাঁস থেকে। সহজে ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করা ও অ্যাঞ্জেল কর তুলে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। বলেছেন স্টার্ট-আপের প্রথম তিন বছরে কোনও অনুমোদন না লাগার কথা। যা শুনে সংশ্লিষ্ট মহল মনে করছে, ভোটের মুখে ব্যবসায় আগ্রহী নতুন প্রজন্মকে কাছে টানতে সুকৌশলে তাঁদের আপত্তির জায়গাগুলোকে সামনে এনেছেন কংগ্রেস সভাপতি। যেমন, অ্যাঞ্জেল কর। যা বসে নতুন ব্যবসার লগ্নিতে। সর্বোচ্চ হার ৩০%।

নোটবন্দি ও তড়িঘড়ি জিএসটি চালুর পরে দেশ জুড়ে বহু ব্যবসায় তালা ঝুলেছে আচমকা। কাজ হারিয়েছেন বহু মানুষ। অনেকের মতে, রাহুলের প্রতিশ্রুতি আসলে সেই ক্ষোভকে কাজে লাগাতেও।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

একই সঙ্গে উস্‌কেছেন ব্যবসায় পুঁজি জোগান পেতে সমস্যার প্রসঙ্গকে। বলেছেন, ‘‘শুধু নীরব মোদী কেন কোটি কোটি টাকা পাবেন?... নতুন প্রজন্ম কেন চাইলেও ব্যবসা শুরু করতে পারবে না? কেনই বা তাঁরা পাবেন না ব্যাঙ্ক ঋণ?’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE