হাওড়ার রানিহাটিতে নতুন একটি কেব্ল এবং কন্ডাক্টর তৈরির কারখানা গড়ছে এ রাজ্যের লুমিনো ইন্ডাস্ট্রিজ়। লগ্নির অঙ্ক ২২৫ কোটি টাকা। সংস্থা কর্তৃপক্ষের তরফে দাবি করা হয়েছে, কারখানাটি চালু হলে সেখানে প্রায় ২৫০ জনের কর্মসংস্থান হবে। আগামী বছরের মে মাসের মধ্যেই উৎপাদন শুরু করার লক্ষ্যমাত্রা ঠিককরা হয়েছে।
রাজ্যে বর্তমানে লুমিনোর বিদ্যুৎ ক্ষেত্রে ব্যবহৃত কেব্ল এবং কন্ডাক্টর তৈরির দু’টি কারখানা রয়েছে হাওড়ারই ডোমজুড়ে। রানিহাটিরটি হবে তৃতীয়। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবেন্দ্র গোয়েল জানান, নতুন কারখানায় মাঝারি এবং উঁচু ভোল্টেজের কেব্ল এবং কন্ডাক্টর তৈরি হবে। অন্য দু’টিতে তৈরি হয় কম ভোল্টেজের।
বৈদ্যুতিক কেব্ল এবং কন্ডাক্টরের পাশাপাশি লুমিনো বিদ্যুৎ প্রকল্পও তৈরি করে বলে জানান গোয়েল। যার মধ্যে অন্যতম সৌর বিদ্যুৎ। তিনি বলেন, ‘‘বর্তমানে বিদ্যুৎ প্রকল্প তৈরির ২২০০ কোটি টাকার বরাত রয়েছে তাঁদের হাতে।’’
এ দিকে চলতি আর্থিক বছরের মধ্যেই বাজারে নতুন শেয়ার ছেড়ে (আইপিও) তহবিল তোলার পরিকল্পনা করেছে লুমিনো ইন্ডাস্ট্রিজ়। গোয়েল জানান, শেয়ার ছাড়ার জন্য ইতিমধ্যেই বাজার নিয়ন্ত্রক সেবির অনুমোদন পাওয়া গিয়েছে। শেয়ার ছেড়ে মোট ১০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা তাঁদের। এর মধ্যে ৪০০ কোটি টাকার শেয়ার বিক্রি করবে সংস্থার প্রোমোটাররা। বাকি ৬০০ কোটি ঋণ শোধ এবং বর্তমান কারখানা দু’টির উৎপাদন বৃদ্ধিতে খরচ করা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)