পশ্চিমবঙ্গ থেকে লগ্নি টানতে এক বছরের মধ্যে দু’বার কলকাতায় পা রাখলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বুধবার শহরের এক হোটেলে শিল্পপতিদের নিয়ে সভা (রোড শো) করেন তিনি। কর্মসূচি শেষে তাঁর দাবি,এ রাজ্য থেকে মধ্যপ্রদেশে অনেকে লগ্নি করছেন। তবে পুঁজির অঙ্ক নিয়েমুখ খোলেননি তিনি। জবাব, ‘‘তথ্য দিলেই বিতর্ক বাড়বে। তবে অনেকে শিল্প সংস্থা আছে, যারা বাংলার সংস্থা হয়েও মধ্যপ্রদেশে লগ্নি করেছে।’’তাৎপর্যপূর্ণ ভাবে এ দিন ‘দেশ গঠন’ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সম্পর্কেও অনেকটা সময় ব্যয় করেছেন যাদব।
রোড শো-এ উপস্থিত থাকা এক শিল্পপতির বক্তব্য, ‘‘মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী লগ্নির জন্য মাটি কামড়ে পড়ে রয়েছেন। আমাদের মুখ্যমন্ত্রী এই মনোভাব থেকে শিখতেই পারেন।’’ এই কর্মসূচিতে শ্যাম মেটালিক্স, রূপা গোষ্ঠী, রুইয়া গোষ্ঠী, প্রতাপ গোষ্ঠী প্রমুখের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কলকাতায় গত বছর সেপ্টেম্বরে প্রথম রোড শো করেন যাদব। সেবারের মতো এ দিনও তিনি বলেন, ‘‘বাংলা থেকে লগ্নি নিয়ে যেতে আসিনি। আমি চাই বাংলা, মধ্যপ্রদেশ একসঙ্গে বিকশিত হোক। শিল্পপতিরা কলকাতায় বসেই সে রাজ্যে কারখানা তৈরি করুন। সেখানে কারখানা চলবে,আপনারা এখানেও থাকুন। সব সমস্যা দেখে নেব।’’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রীর ‘উন্নয়ন যজ্ঞে’ অংশ নেওয়ার আহ্বান জানিয়ে যাদবের বক্তব্য, ‘‘রাজনীতির পার্থক্য থাকলেও, রাজ্যের উন্নয়নে সকলের উচিত এগিয়ে আসা।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)