Advertisement
E-Paper

পাইকারি দর কমলেও ডালের মূল্যবৃদ্ধি ৩৪%

মার্চেও শূন্যের নীচেই রইল পাইকারি মূল্যবৃদ্ধি। এই নিয়ে টানা ১৭ মাস। এর অর্থ পাইকারি বাজারে দাম খাতায়-কলমে সরাসরি কমেছে। মার্চে তা কমেছে ০.৮৫%। তবে মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে ডালের দাম ২০১৫-র জানুয়ারি থেকেই একটানা বেড়ে চলেছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০২:৪৩

মার্চেও শূন্যের নীচেই রইল পাইকারি মূল্যবৃদ্ধি। এই নিয়ে টানা ১৭ মাস।

এর অর্থ পাইকারি বাজারে দাম খাতায়-কলমে সরাসরি কমেছে। মার্চে তা কমেছে ০.৮৫%। তবে মানুষের দুশ্চিন্তা বাড়িয়ে ডালের দাম ২০১৫-র জানুয়ারি থেকেই একটানা বেড়ে চলেছে। মার্চেও তা বেড়েছে ৩৪.৪৫% হারে। সোমবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে অনুসারে পাইকারি মূল্য সূচকের ভিত্তিতে মূল্যবৃদ্ধি (-)০.৮৫%। তার মানে দাম সরাসরি কমেছে ০.৮৫%। ফেব্রুয়ারিতে তা কমেছিল ০.৯১%। গত মার্চে অবশ্য তা কমেছিল ২.৩৩%। দাম কমার প্রবণতা বজায় থাকলেও খাদ্যপণ্যের দর বাড়ছে। মার্চে তার মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ৩.৭৩%, ফেব্রুয়ারিতে ছিল ৩.৩৫%। আগামী মাসগুলিতে শাক-সব্জি ও খাদ্য সামগ্রীর দাম বাড়ার জেরে মূল্যবৃদ্ধির চাপ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

pulse price hike
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy