তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মসংস্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ধাক্কা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়। বৃহস্পতিবার শিলিগুড়িতে ফিউশন সিএক্সের নতুন দফতর উদ্বোধনের অনুষ্ঠানে উদ্বেগ প্রকাশ করলেন নিউটাউনের বেঙ্গল সিলিকন ভ্যালি নিয়েও। তাঁর আক্ষেপ, “ওখানে প্রচুর কর্মসংস্থান হবে কি না বলা কঠিন। আমরা কিছু কম করেই ভাবছি। কারণ এআই-এর যুগে বিশ্ব জুড়ে বহু কর্মী চাকরি হারাচ্ছেন। সর্বত্র আশঙ্কা তৈরি হয়েছে, এআই অনেক কাজ কেড়ে নিতে পারে। ওপেন-এআইয়ের সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি জানিয়েছেন, গোটা বিশ্বের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আগামী দিনে আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে।”
এ দিন বাবুল জানান, বেঙ্গল সিলিকন ভ্যালিতে ৭০ হাজার কর্মসংস্থান এবং ৩০-৩৫ হাজার কোটি টাকা লগ্নি হতে পারে। সংশ্লিষ্ট মহলের দাবি, এই লগ্নিতে আরও বেশি কাজ হওয়ার কথা। কিন্তু এআইয়ের কারণেই তিনি রক্ষণশীল। বাবুল স্বীকার করেছেন, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বইয়ের মতো শহর তথ্যপ্রযুক্তির উন্নতিতে কলকাতার চেয়ে এগিয়ে। কারণ যাত্রা শুরু করেছে আগে। তবে এখন কলকাতা-সহ রাজ্যও এগোচ্ছে। সূত্রের দাবি, তথ্যপ্রযুক্তির সার্বিক উন্নতিতে কলকাতা ছাড়াও শিলিগুড়ি, কল্যাণী, বোলপুরের মতো দ্বিতীয় ও তৃতীয় সারির শহরে নানা পরিকল্পনা রয়েছে। ২২টি তথ্যপ্রযুক্তি তালুক আছে সেখানে। সেগুলির উন্নতির লক্ষ্যে সরকার ৮৫ হাজার কোটি টাকা ঢেলেছে। বাবুল জানান, তালুকগুলির ১০০% ভর্তি। রাজ্য যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে দ্রুত গতিতে এগোচ্ছে, এটাই তার প্রমাণ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)