দেশের উন্নতির জন্য সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থার উদ্যোগও জরুরি। প্রসার দরকার যৌথ উদ্যোগে— মঙ্গলবার কলকাতায় বণিকসভা ভারত চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভায় এই মন্তব্য করলেন কেন্দ্রীয় কয়লা এবং খনিমন্ত্রী জি কিষণ রেড্ডি। এ দিনই ভূতত্ত্ব সর্বেক্ষণের (জিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া) ১৭৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অন্য একটি সভায় রেড্ডি দাবি করেন,লিথিয়ামের মতো গুরুত্বপূর্ণখনিজের চাহিদার জন্য আমদানি নির্ভর হওয়ার দরকার নেই। তাদেশের উৎপাদন দিয়েই মেটানো সম্ভব হবে।
বণিকসভায় রেড্ডি দাবি করেন, বিকশিত ভারত গড়ে তোলার জন্য অর্থনীতির ভিত ইতিমধ্যেই মজবুত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার আরও এগোতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে জোর দেওয়া জরুরি। তিনি বলেন, ‘‘দেশের উন্নতির ক্ষেত্রে শিল্প ও ব্যবসার বড় ভূমিকা রয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)