শুল্ক ছাড়াও বাণিজ্যের অন্যান্য সমস্যা কমানো, বিভিন্ন দেশের মধ্যে এ সংক্রান্ত বিরোধ মেটানোর উপায় বার করতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যদের সঙ্গে বৈঠক করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। এই বৈঠক সরকারি না হলেও, সেখানে উপস্থিত ছিলেন ডব্লিউটিও-র ডিজি এনগোজি-ওকোঞ্জো-ইওয়েলা।
পরের বছর মার্চে ডব্লিউটিওর সদস্য দেশগুলির মন্ত্রীদের নিয়ে বৈঠক হবে। তার আগে প্যারিসে ওইসিডির দেশগুলির মন্ত্রীদের বৈঠকের ফাঁকে কিছু দেশের মন্ত্রীদের নিয়ে বিশ্ব বাণিজ্যের সমস্যা নিয়ে আলোচনার ডাক দেয় অস্ট্রেলিয়া। যেখানে ২৫টি দেশের প্রতিনিধিরা যোগ দেন। সেখানেই গয়াল তাঁর বক্তব্য রাখেন।
বৈঠকে শুল্ক ছাড়াও বিশ্ব বাণিজ্যে বাধা তৈরি করছে, এমন বিষয়গুলি (নন ট্যারিফ বেরিয়ার) তুলে ধরেন গয়াল। যেমন, পণ্যের মান বা তা তৈরির প্রক্রিয়া নিয়ে বিশেষ শর্ত ইত্যাদি। পাশাপাশি, অনেক দেশে পণ্য আমদানি নিয়ন্ত্রিত হয় সরকারি নির্দেশে। বাজারে ভিত্তি করে নয়। যাকে বলা হয় ‘নন-মার্কেট ইকনমি’। ওই সব বিষয় নিয়ে যে সমস্যা হয়, তার সমাধানের উপায় খোঁজায় জোর দেন গয়াল। বাণিজ্যে বিরোধগুলি ডব্লিউটিও-তে সহমতের ভিত্তিতে মেটানোর যে ব্যবস্থা রয়েছে, তা আরও কঠোর ভাবে কার্যকর করার উপরেও জোর দেন ভারতের বাণিজ্যমন্ত্রী।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)