নভেম্বরের মধ্যে ভারত আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সারতে পারবে বলে মঙ্গলবার আশা প্রকাশ করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। মন্তব্য করলেন, সামান্য কিছু ভূ-রাজনৈতিক সমস্যা আলোচনার টেবিলে বাণিজ্য সংক্রান্ত বিষয়গুলিকে পিছনে ঠেলে দিয়েছিল। কিন্তু আশা, পরিস্থিতি ফের ছন্দে ফিরবে। হয়তো নভেম্বরের মধ্যেই সম্পন্ন করা যাবে চুক্তি। তাঁর কথায়, ‘‘অনেক কিছু হয়েছে, আরও অনেক কিছু বাকি আছে। ...আমেরিকার সঙ্গে, বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছি।’’
তবে আমেরিকা ৫০% শুল্ক চাপানোর পরে নয়াদিল্লি যে কোনও একটি বাণিজ্য সহযোগীর উপর পুরো নির্ভর করার ভুল করবে না, তা-ও স্পষ্ট করেছেন গয়াল। দাবি করেছেন, বহু দেশ ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায়। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহি, মরিশাস, ব্রিটেন ও চারটি ইউরোপীয় দেশের গোষ্ঠী ইএফটিএ-র সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। ইউরোপীয় অঞ্চলের সঙ্গে চুক্তি অনেক দূর এগিয়েছে। দাবি, বর্তমান অনিশ্চয়তা আদতে ব্যবসা-বাণিজ্যের বহু সুযোগ খুলে দিয়েছে।
গয়ালের দাবি, কেন্দ্র অর্থনীতিকে পোক্ত করার চেষ্টা করছে। আবার স্বনির্ভর হতে জোগানশৃঙ্খলকে মজবুত করছে। স্বদেশি পণ্য-পরিষেবা কেনার পরামর্শও দিয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)